ডিএইচএমএস পরীক্ষার স্পেশাল সাজেশন ২০২৩ : দ্বিতীয় বর্ষ | ফিজিওলজি
দ্বিতীয় বর্ষ || ফিজিওলজি
বিষয় কোড : ২০৫। সময়-৩ ঘন্টা। পূর্ণমান-৭৫।
[দ্রষ্টব্যঃ যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।]
১। (ক) রক্ত কি? রক্তের বৈশিষ্ট্যসমূহ লিখ।
(খ) লোহিত রক্ত কণিকার গঠনের ধাপসমূহ বর্ণনা কর ।
(গ) শ্বেত রক্ত কণিকার প্রকারভেদ ও কাজ লিখ।
২। (ক) কোষের সংজ্ঞা দাও। একটি আদর্শ মানব কোষের চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) চিত্রসহ মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ লিখ ।
(গ)অন্তঃকোষীয় তরলও বহিঃকোষীয় তরল পদার্থের মধ্যে পার্থক্য লিখ
৩। (ক) রক্ত সঞ্চালন বলতে কি বুঝ? সিস্টেমিক রক্তসঞ্চালন প্রক্রিয়াটি বর্ণনা কর।
(খ) কার্ডিয়াক সাইকেল কি ? কার্ডিয়াক সাইকেলের পর্যায়গুলো লিখ
(গ) পেসমেকার কি ? কেন এস.এ নোডকে পেসমেকার বলা হয় ?
৪ । (ক) লালা রস কি? লালা রসের উপাদানসমূহ লিখ ।
(খ) আমিষ জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা কর ।
(গ) বিভিন্ন প্রকার বাইল সল্ট ও বাইল এসিডের নাম লিখ।
৫। (ক) এন্ডোক্রাইন গ্রন্থি কি ? এন্টেরিয়র পিটুইটারী গ্রন্থির হরমোনগুলোর নাম লিখ ।
(খ) হরমোন কি ? হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য লিখ।
(গ) অগ্ন্যাশয় হতে নিঃসৃত হরমোনগুলোর নাম লিখ । ইনসুলিন কিভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ?
৬। (ক) ভাইটাল ক্যাপাসিটি কি ? ইহার গুরুত্ব লিখ।
(খ) সংক্ষেপে শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়া বর্ণনা কর।
(গ)ফুসফুস হতে কলায় অক্সিজেন সরবরাহ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।।
৭ । (ক) নিউরন কি ? ইহার শ্রেণিবিভাগ লিখ ।
(খ) একটি নিউরনের চিহ্নিত চিত্র অংকন কর।
(গ) পুরুষের সেকেন্ডারী যৌন চরিত্রের বৈশিষ্ট্যগুলো লিখ।
৮। (ক) কোষ কি? চিত্রসহ নিউক্লিয়াসের বর্ণনা দাও।
(খ) প্রোটোপ্লাজমের কি? প্রোটোপ্লাজমের উপাদানসমূহ এবং কাজ লিখ
(গ) কোষ বিভাজনের সংজ্ঞা দাও। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য লিখ ।
৯। (ক) রক্তকণিকাগুলির নাম লিখ। রক্তরসের উপাদানগুলির নাম লিখ।
(খ) অনুচক্রিকা কি ? ইহার কাজ কি ?
(গ) হিমোগ্লোবিনের অংশ কয়টি ও কি কি ? ইহার কাজ লিখ ।
১০। (ক) চিত্রসহ পাকস্থলীর বর্ণনা দাও।
(খ) চিত্রসহ পিত্তপ্রবাহের বর্ণনা দাও।
(গ) গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক এসিডের (HCl) কাজ লিখ।
১১। (ক) মিশ্রগ্রন্থি কি? মিত্রগ্রন্থিসমূহের নাম ও তাদের হরমোনসমূহ লিখ।
(খ) ইস্টোজেন হরমোন কোন গ্রন্থি হতে নিঃসৃত হয়? ইহার কাজ লিখ।
(গ) থাইরক্সিন কোন গ্রন্থি হতে নিঃসৃত হরমোন ? ইহার কার্যাবলি লিখ।
১২। (ক) নেফ্রন কি ? একটি নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(খ) বৃক্কের কাজ লিখ।
(গ) মূত্রের উপাদানসমূহ লিখ ।
১৩। (ক) জন্ডিস কি ? কোথায় কোথায় জন্ডিস দেখা হয় ?
(খ) হার্ট সাউন্ড কি ? ইহার প্রকারভেদ ও উৎপত্তি লিখ ।
(গ) রক্তচাপ কি? ইহার প্রকারভেদ ও এদের স্বাভাবিক মাত্রা লিখ।
১৪। (ক) মাসিক ঋতুচক্রের ধাপসমূহ বর্ণনা কর ।
(খ) নারীদের সেকেন্ডারী যৌন চরিত্রের বৈশিষ্ট্যগুলো লিখ।
(গ) বীর্য কি ? বীর্যের উপাদানসমূহ লিখ।
১৫। (ক) কোষ কাকে বলে? একটি মানব কোষের চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) চিত্রসহ মাইটোকন্ডিয়ার গঠন ও কাজ লিখ।
(গ) কলা কাকে বলে? আবরণী কলার প্রকারভেদ লিখ।
১৬। (ক) রক্ত কাকে বলে? ইহার উপাদানসমূহ লিখ ।
খ) কার্ডিয়াক সাইকেল কি? রক্তচাপ নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলোলিখ ।
(গ) রক্ত সজ্ঞালন কাকে বলে? সিস্টেমিক রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি বর্ণনা কর।
১৭। (ক) লালাগ্রন্থি কি? লালাগ্রন্থিসমূহের নাম লিখ এবং ইহার নিঃসৃত রসের উপাদান সমূহ লিখ ।
(খ) অগ্ন্যাশয়ের চিহ্নিত চিত্রসহ ইহার কাজ লিখ।
(গ) আমিষ জাতীয় খাদ্যের পরিপাক বর্ণনা দাও।
১৮। (ক) ডেড স্প্রেস এয়ার কি? ফুসফুস হতে কলায় অক্সিজেন সরবরাহ সংক্ষেপে বর্ণনা কর ।
(খ) ভাইটাল ক্যাপাসিটি কি? ইহার গুরুত্ব বর্ণনা কর।
(গ) হাইপোক্সিয়া কাকে বলে? কোন কোন ক্ষেত্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস জরুরি বর্ণনা কর ।
১৯। (ক) এন্ডোক্রাইন গ্রন্থি কি? অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্যসমূহ লিখ।
(খ) হরমোন ও এনজাইমের মধ্যে পার্থক্য লিখ ।
(গ) ওভারী নিঃসৃত হরমোনসমূহের নাম ও কাজ লিখ।
২০। (ক) নেফ্রন কি? মূত্রতন্ত্রের অংশগুলোর নাম এবং কাজ লিখ ।
(খ) মূত্রের উপাদানসমূহ লিখ। বাম কিডনির কর্তিত অংশের চিহ্নিত চিত্র দাও ।
(গ) বীর্য কাকে বলে? ইহার উপাদানসমূহ লিখ।
২১। (ক) নিউরন কি? স্নায়ুতন্ত্রের শ্রেণিবিভাগ লিখ।
(খ) সি.এস.এফ কি ? ইহার উপাদান ও কাজসমূহ লিখ।
(গ) ক্রেনিয়াল নার্ভসমূহের নাম ও কাজ লিখ।
৮ । সংক্ষেপে লিখ :
(ক) নিউক্লিয়াস..,
(খ) ক্রেনিয়াল স্নায়ু
(গ) ইএসআর,..
(ঘ) রেটিনা...,
(ঙ) রক্তচাপ,
(চ) শ্বেত রক্ত কণিকা,
(ছ) পেস মেকার,
(জ) সি.এস.এফ,
(ঝ) ত্বক,
(ঞ) হাইপোক্সিয়া,
(ট) ই.এস.আর,
(ঠ) প্লুরা
(ড) রেটিনা,
(ঢ) হার্টব্লক,
(ণ) ডায়াফ্রাম ।
বিঃদ্রঃ - ২০২৩ সালের ডিএইচএমএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) নিয়মিত পরীক্ষা আগামি ১৭-১১-২০২৩ ইং তারিখ হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
** শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ৯.০০টা হতে বেলা ১২.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ১০.০০টা হতে বেলা ১.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হইবে।