ডিএইচএমএস পরীক্ষার স্পেশাল সাজেশন ২০২৩ : দ্বিতীয় বর্ষ | হাইজিন এন্ড পাবলিক হেল্‌থ

সাজেশন ছাত্রদের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটি ভাল ফলাফল করার জন্য এটি প্রয়োজন। ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষার জন্য আমরা সুপার সাজেশন প্রস্তুত করেছি।


দ্বিতীয় বর্ষ || হাইজিন এন্ড পাবলিক হেল্‌থ (স্বাস্থ্যবিজ্ঞান ও জনস্বাস্থ্য)

বিষয় কোড : ২০৪। সময়-৩ ঘন্টা। পূর্ণমান-৭৫।

[দ্রষ্টব্যঃ যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।]


১। (ক) স্বাস্থ্যবিজ্ঞান বলতে কি? হোমিওপ্যাথিতে ইহার গুরুত্ব আলোচনা কর।

(খ) স্বাস্থ্য শিক্ষার মাধ্যম পদ্ধতিগুলি লিখ।

(গ) বাংলাদেশের স্বাস্থ্য সমস্যাগুলি বর্ণনা কর।


২। (ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা কি ? উহার উদ্দেশ্য বর্ণনা কর।

(খ) বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্বাস্থ্য কার্যক্রমের বর্ণনা দাও।

(গ) রেডক্রসের মূলনীতিসমূহ লিখ ।


৩। (ক) পরিবার পরিকল্পনা বলতে কি বুঝ ? বাংলাদেশ পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা কর।

(খ) বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচীর সিডিউল লিখ।

(গ) মহিলাদের জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি আলোচনা কর।


৪। (ক) খাবার পানি বিশুদ্ধ করতে তুমি কি কি পদ্ধতি অবলম্বন করিবে?

(খ) পানিবাহিত পাঁচটি রোগের নাম লিখ।

(গ) ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।


৫। (ক) খাদ্য বলতে কি বুঝ ? খাদ্যের শ্রেণিবিভাগ কর।

(খ) আমিষজাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লিখ ।

(গ) ভিটামিন 'এ' এবং ভিটামিন 'বি' এর অভাবজনিত রোগসমূহ লিখ ।


৬। (ক) বায়ু সঞ্চালন বলতে কি বুঝ? সুস্বাস্থ্যের জন্য বায়ু সঞ্চালনের গুরুত্ব লিখ।

(খ) কলেরা রোগের আক্রমণ ও প্রতিরোধের উপায় লিখ।

(গ) মনোবিকারের কারণগুলি লিখ।


৭। (ক) যক্ষ্মরোগের লক্ষণ ও প্রতিরোধের উপায় বর্ণনা কর ।

(খ) ডায়রিয়ার কারণ ও প্রতিরোধের পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধের নাম লিখ ।

(গ) গুটি বসন্ত ও পানি বসন্তের মধ্যে পার্থক্য লিখ ।


৮। (ক) হাইজিন কি? হোমিওপ্যাথিতে পাবলিক হাইজিনের গুরুত্ব আলোচনা কর।

(খ) প্রাথমিক স্বাস্থ্যসেবার নীতিসমূহ আলোচনা কর।

(গ) ব্যক্তিগত স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মধ্যে তুলনা কর ।


৯। (ক) বিশ্বস্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশসমূহের নাম এবং সদস্য পদ লাভের বৎসর লিখ ।

(খ) বাংলাদেশে বিশ্বস্বাস্থ্য সংস্থার কার্যক্রম উল্লেখ কর।

(গ) জীবাণুমুক্তকরণ পদ্ধতি বর্ণনা কর ।


১০। (ক) ভিটামিন 'এ' ও 'সি' এর উৎস ও কাজগুলো লিখ।

(খ) ভিটামিন 'ডি' এর উৎস, কাজ ও অভাবজনিত রোগের নাম লিখ ।

(গ) “দুধ একটি আদর্শ খাদ্য”- যুক্তি দ্বারা প্রমাণ কর


১১।(ক)পরিকল্পিত পরিবার বলতে কি বুঝ? বাংলাদেশে ইহার গুরুত্ব বর্ণনা কর।'

(খ) কোন ধরনের মহিলাদের জন্য আইইউসিডি আদর্শ জন্মনিরোধক পদ্ধতি ?

(গ) সদ্যজাত শিশুর পরিচর্যা সম্পর্কে লিখ।


১২। (ক) আবর্জনা কি? শহরে আবর্জনা নিষ্পত্তিকরণের পদ্ধতিগুলোর বর্ণনা দাও।

(খ) মৃদু পানি ও খর পানির মধ্যে পার্থক্য লিখ ।

(গ) স্যানিটেশন কি ? পানির উৎসগুলোর নাম লিখ


১৩। (ক) মাছি কিভাবে রোগ ছড়ায় ?

(খ) বায়ুবাহিত পাঁচটি রোগর নাম লিখে বর্ণনা কর ।

(গ) হামের লক্ষণাবলি লিখ।


১৪। (ক) “রোগ প্রতিরোধ, চিকিৎসার চেয়ে উত্তম”- ব্যাখ্যা কর ।

(খ) “শ্বেতসারের তুলনায় আমিষ অধিক গুরুত্বপূর্ণ”- ব্যাখ্যা কর।

(গ) একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সুষম খাদ্য তালিকা তৈরি কর।


১৫। (ক) স্বাস্থ্য বলতে কি বুঝ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্যসমূহ লিখ ।

(খ) বাংলাদেশের প্রধান প্রধান স্বাস্থ্য সমস্যাগুলো আলোচনা কর ।

(গ) প্রাথমিক স্বাস্থ্য যত্নের উপাদানসমূহ লিখ


১৬। (ক) খাদ্য কি ? খাদ্যের শ্রেণিবিভাগ লিখ ।

(খ) আমিষ জাতীয় খাদ্যের উৎস ও কাজ লিখ

(গ) ম্যারাসমাস ও কোয়াশিয়রকর এর মধ্যে পার্থক্য লিখ।


১৭। (ক) উদাহরণসহ জন্মনিয়ন্ত্রণের পদ্ধতিগুলোর শ্রেণিবিভাগ কর ।

(খ) জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ির কমপ্লিকেশন ও কন্ট্রাইন্ডিকেশনসমূহ লিখ ।

(গ) উচ্চ শিশু মৃত্যুর কারণসমূহ লিখ ।


১৮। (ক) রোগ কি ? রোগ চক্রের বিভিন্ন ধাপের বর্ণনা দাও।

(খ) ইকোলজিক্যাল ট্রায়াড বলতে কি বুঝ?

(গ) টাইফয়েড জ্বরের লক্ষণ ও চিকিৎসা লিখ ।


১৯।ক)স্বাস্থ্য শিক্ষা বলতে কি বুঝ? স্বাস্থ্য শিক্ষার উদ্দেশ্যসমূহ লিখ ।

(খ) সংক্ষেপে বাংলাদেশের স্বাস্থ্য সেবার বিতরণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(গ) রোগ প্রতিরোধের বিভিন্ন স্তরসমূহের বর্ণনা দাও।


২০। (ক) বিশুদ্ধ পানি বলতে কি বুঝ ? শহরে বিশুদ্ধ পানি সরবরাহ বর্ণনা কর।

(খ) আবর্জনা দূরীকরণের পদ্ধতিগুলো লিখ ।

(গ) পানিবাহিত পাঁচটি রোগ, জীবাণু নামসহ লিখ ।


২১। (ক) প্রসবপূর্ব পরিচর্যা বলতে কি বুঝ? প্রসবপূর্ব পরিচর্যার উদ্দেশ্যসমূহ লিখ

(খ) একজন গর্ভবতী মায়ের প্রসবপূর্ব পরিচর্যা সম্পর্কে লিখ।

(গ) “স্বাস্থ্যই সকল সুখের মূল"- ব্যাখ্যা কর।


৮। সংক্ষেপে লিখ : 

(ক) নিরাপদ কাল, 

(খ) ভেসেকটমী,

(গ) জলাতঙ্ক, 

(ঘ) রাতকানা রোগ,

(ঙ) কার্ডিয়াক ম্যাসেজ,

(চ) আজল..., 

(ছ) টাইফয়েড 

(জ) ইকোলজি....., 

(ঝ) জনমিতি....

(ঞ) ভিটামিন 'সি', 

(ট) সুপ্তিকাল,  

(ঠ) যোগাযোগে বাধা,

(ড) ইউনিসেফ, 

(ঢ) জনমিতি, 

(ণ) ভিটামিন ডি।


বিঃদ্রঃ - ২০২৩ সালের ডিএইচএমএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে।  ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) নিয়মিত পরীক্ষা আগামি ১৭-১১-২০২৩ ইং তারিখ হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 


** শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ৯.০০টা হতে বেলা ১২.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

** শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ১০.০০টা হতে বেলা ১.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।

** পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হইবে।

Next Post Previous Post