ডিএইচএমএস পরীক্ষার স্পেশাল সাজেশন ২০২৩ : দ্বিতীয় বর্ষ | এনাটমী
দ্বিতীয় বর্ষ || এনাটমী
বিষয় কোড : ২০৬। সময়-৩ ঘন্টা। পূর্ণমান-৭৫।
[দ্রষ্টব্যঃ যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।]
ডিএইচএমএস পরীক্ষার স্পেশাল সাজেশন ২০২৩ : দ্বিতীয় বর্ষ | এনাটমী
১। (ক) কলা কাকে বলে? উদাহরণসহ আবরনী কলার শ্রেণিবিভাগ কর।
(খ) স্নায়ু কলা ও পেশি কলার বৈশিষ্ট্য উল্লেখ কর।
(গ) কলামনার এপিথেলিয়াম ও ট্রানজিশনাল এপিথেলিয়াম কোথায় কোথায় পাওয়া যায় ?
২। (ক) অস্থি কি? মাথার খুলির অস্থিসমূহের নাম লিখ ।
(খ) একটি টিপিকেল ভার্টিব্রার চিহ্নিত চিত্র অংকন কর।
(গ) ক্ল্যাভিকলের বৈচিত্র্যসমূহ উল্লেখ কর।
৩। (ক) অস্থিসন্ধি কাকে বলে? ইহার উদাহরণসহ শ্রেণিবিভাগ কর।
(খ) কাঁধের সন্ধির গঠন ও নড়াচড়াসমূহ উল্লেখ কর।
(গ) গুটিয়াল মাসল কয়টি ও কি কি ? ইহাদের স্নায়ু সরবরাহ লিখ ।
৪ । (ক) রুট অব দ্যা লাভ কি ? ইহার মধ্য দিয়ে কি কি স্ট্রাকচার প্রবেশ করে ও বের হয় ?
(খ) হৃদপিন্ডের অবস্থান, চেম্বার ও ভাল্বসমূহের নাম চিত্রসহ উল্লেখ কর ।
(গ) এওর্টার অংশগুলোর নাম ও আর্চ অব এওটার শাখাগুলোর নাম লিখ ।
৫। (ক) উদরের অঞ্চলসমূহের চিহ্নিত চিত্র অংকন কর।
(খ) এবডোমিনাল এওর্টার শাখাসমূহের নাম লিখ ।
(গ) চিত্রসহ মূত্রথলির অবস্থান ও এনাটমি উল্লেখ কর ।
৬। (ক) ডিওডেনাম কি? ইহার অবস্থান ও অংশসমূহের নাম চিত্রসহ উল্লেখ কর ।
(খ) বিলিয়ারী চ্যানেল চিত্রসহ বর্ণনা কর ।
(গ) পেরিটোনিয়াম সম্পর্কে সংক্ষেপে লিখ ।
৭। (ক) চিত্রসহ জরায়ুর অবস্থান, অংশ এবং স্তরসমূহ উল্লেখ কর ।
(খ) প্রোস্টেট গ্রন্থির সচিত্র বর্ণনা দাও।
(গ) পুংজননেন্দ্রিয়ের অঙ্গসমূহের নাম লিখ ।
৮। (ক) এনাটমির সংজ্ঞা দাও। ইহার বিভিন্ন শাখাগুলোর নাম লিখ ।
(খ) কোষ কাকে বলে ? ইহার মধ্যস্থিত অঙ্গাণুসমূহের নাম উল্লেখ কর।
(গ) চিত্রসহ একটি নিউক্লিয়াসের বর্ণনা কর।
৯। (ক) অস্থি কাকে বলে ? ইহার উপাদানসমূহের নাম লিখ ।
(খ) মুখমন্ডলের অস্থি কয়টি ও কি কি ?
(গ) দেহের দীর্ঘতম মাংসপেশির নাম কি? ইহার উৎপত্তি, নিষ্পত্তি, স্নায়ু সরবরাহ ও কাজ লিখ।
১০। (ক) মেরুদন্ডের কশেরুকাসমূহের প্রকারভেদ ও সংখ্যা উল্লেখ কর।
(খ) একটি আদর্শ কশেরুকার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(গ) হাতের ক্ষুদ্রাস্থিসমূহের নাম লিখ ।
১১। (ক) ডান ফুসফুসের চিত্রসহ বর্ণনা দাও ।
(খ) ডান ও বাম ফুসফুসের মধ্যে পার্থক্যগুলো লিখ ।
(গ) পুরা কি ? ইহার সম্পর্কে সংক্ষেপে লিখ।
১২। (ক) দি ডায়াফ্রাম কি ? ইহার বৃহৎ ছিদ্রগুলোর মধ্যে দিয়ে কি কি স্ট্রাকচার যাতায়াত করে।
(খ) লিভার কোন অঞ্চলে অবস্থিত? এর সম্পর্কে সংক্ষেপে চিত্রসহ বর্ণনা কর।
(গ) লিভারের রক্ত সরবরাহ ও স্নায়ু সরবরাহ লিখ।
১৩। (ক) অগ্নাশয় কি ? ইহার চিহ্নিত চিত্র অঙ্কন কর।
(খ) কোলন কাকে বলে ? ইহার বিভিন্ন অংশের নাম পর্যায়ক্রমে লিখ ।
(গ) ম্যাক বার্নিস পয়েন্ট সম্পর্কে লিখ।
১৪। (ক) চিত্রসহ মূত্রতন্ত্রের বিভিন্ন অংশের নাম লিখ ।
(খ) মূত্রের গতি পথ বর্ণনা কর।
(গ) একটি শুক্রাণুর চিহ্নিত চিত্র অঙ্কন কর।
১৫। (ক) এনাটমির সংজ্ঞা দাও। এনাটমির বিভিন্ন শাখার নাম লিখ ।
(খ) মানব কোষের চিহ্নিত চিত্র অংকন কর।
(গ) স্নায়ু কলা ও যোজক কলার বৈশিষ্ট্যগুলো লিখ ।
১৬। (ক) অস্থি সন্ধি কি ? কাঁধের সন্ধির গঠন ও নড়াচড়াসমূহ লিখ ।
(খ) ক্ল্যাভিকলের বৈচিত্র্যসমূহ উল্লেখ কর ।
(গ) চর্বনের মাংসপেশিগুলোর নাম লিখ ।
১৭। (ক) হৃদপিন্ডের বাল্বসমূহের অবস্থান ও কার্যাবলি লিখ।
(খ) প্রিন্সিপাল ব্রংকাস কয়টি ও কি কি ? এদের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর।
(গ) চিত্রসহ বাম ফুসফুসের বর্ণনা দাও।
১৮। (ক) উদরের অঞ্চলগুলোকে কয়টি ও কি কি কাল্পনিক লাইন দ্বারা ভাগ করা হয় ? চিত্রসহ লিখ ।
(খ) লিভার কোন অঞ্চলে অবস্থিত? ইহার ইনফেরিয়র সারফেস সম্পর্ক লিখ ।
(গ) এবডোমিনাল এওর্টার শাখাগুলোর নাম লিখ ।
১৯। (ক) গ্রন্থি কি ? লালাগ্রন্থির সংখ্যা ও নাম লিখ ।
(খ) চিত্রসহ পিত্তথলির এনাটমি বর্ণনা কর।
(গ) পায়ের ক্ষুদ্রাস্থিগুলোর চিহ্নিত চিত্র অংকন কর।
২০। (ক) পেরিটোনিয়ামের বর্ণনা দাও।
(খ) চিত্রসহ পাকস্থলীর বিছানার গঠন লিখ।
(গ) শুক্রাণু কি ? ইহার চিহ্নিত চিত্র অংকন কর।
২১। (ক) চিত্রসহ জরায়ুর অংশ ও স্তরগুলোর নাম লিখ ।
(খ) অন্ডথলির চিহ্নিত চিত্র অংকন কর।
(গ) চিত্রসহ ত্বকের স্তরগুলোর নাম লিখ ।
৮ । সংক্ষেপে লিখ :
(ক) দি ডায়াফ্রাম,
(খ) কোষ বিভাজন,
(গ) নিউক্লিয়াস,
(ঘ) ট্রান্সপাইলোরিক প্লেন,
(ঙ) অগ্ন্যাশয়,
(চ) মিডিয়াস্টিনাম,
(ছ) এপেক্স অব হার্ট,
(জ) ক্ল্যাভিকল,
(ঝ) পেরিটোনিয়াম,
(ঞ) জরায়ু,
(ট) স্টার্নাম,
(ঠ) প্লুরা,
(ড) রেটিনা,
(ঢ) নিউমেটিক বোন,
(ঙ) ফেলোপিয়ান টিউব।
বিঃদ্রঃ - ২০২৩ সালের ডিএইচএমএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) নিয়মিত পরীক্ষা আগামি ১৭-১১-২০২৩ ইং তারিখ হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
** শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ৯.০০টা হতে বেলা ১২.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ১০.০০টা হতে বেলা ১.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হইবে।