ডিএইচএমএস পরীক্ষার্থীর স্পেশাল সাজেশন ২০২৩ : দ্বিতীয় বর্ষ | হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া
দ্বিতীয় বর্ষ || হোমিওপ্যাথিক ফার্মেসি ও ফার্মাকোপিয়া
বিষয় কোড : ২০৩। সময়-৩ ঘন্টা। পূর্ণমান-৭৫।
[দ্রষ্টব্যঃ যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। সকল প্রশ্নের মান সমান।]
১। (ক) হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নাম লিখ ।
(খ) হোমিওপ্যাথিক ফার্মেসী পাঠের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।
(গ) হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া ও ফার্মেসীর মধ্যে পার্থক্য লিখ।
২। (ক) ভেষজের সংজ্ঞা দাও। ভেষজের মূল উৎসগুলোর নাম উদাহরণসহ লিখ।
(খ) ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার সময় কি কি সাধারণ নিয়ম অনুসরণ সময় কি সাধারণ করা হয়?
(গ) ভেষজ ও ঔষধের মধ্যে পার্থক্য লিখ।
৩। (ক) হোমিওপ্যাথিক আর্দশ ল্যাবরেটরী বলতে কি বুঝ? স্প্রেচুলা, হাইড্রোমিটার, অণুবীক্ষণ যন্ত্র, চপিং বোর্ড এবং ফানেলের ব্যবহার লিখ ।
(খ) একটি আদর্শ হোমিওপ্যাথিক ল্যাবরেটরির পরিবেশ বর্ণনা কর।
(গ) গ্লোবিউল কি ? কিভাবে ইহার নম্বরীকরণ করা হয় ?
৪। (ক) ঔষধের মাত্রাতত্ত্ব কাকে বলে ? মাত্রা কত প্রকার ও কি কি ?
(খ) শক্তিকরণ প্রক্রিয়ায় সাকসেশন ও ট্রাইটুরেশন পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ। এত উদ্ধার চাপচার করা
(গ) চিত্রসহ মেসারেশন পদ্ধতি বর্ণনা কর ।
৫। (ক) এলকোহলের সংজ্ঞা দাও। ইথাইল এলকোহল ও মিথাইল এলকোহলের রাসায়নিক সংকেত লিখ।
(খ) চিটাগুড় হতে ইথাইল এলকোহলের প্রস্তুতপ্রণালী বর্ণনা কর ।
(গ) সুগার অব মিল্ক এর ব্যবহার লিখ।
৬। (ক) শক্তিকরণ বলতে কি বুঝ ? ঔষধ শক্তিকরণের স্কেল ও পদ্ধতিগুলোর নাম লিখ ।
(খ) শক্তিকরণ ও তরলীকরণের মধ্যে পার্থক্য লিখ ।
(গ) ঔষধ শক্তিকরণের প্রয়োজনীয়তা বর্ণনা কর ।
৭। (ক) এব্রিভিয়েশনগুলো ইংরেজিতে অর্থ লিখ ।
(i) bid (b.d), (ii) SOS, (iii) trit, (iv) h. s, (v) p.c.
(খ) শূন্যস্থান পূরণ কর : (i) 1 pound ounce (ii) 1 gallon... ounce. (iii) 10 milli gram grain (iv) 1 drum ... minims. (v) 1 mili liter ..... minims.
(গ) আংকির মান লিখ। (i) LXX, (ii) XL, (iii) MM, (iv) XC, (v) DM
৮। (ক) অনুবীক্ষণ যন্ত্রের চিত্র অঙ্কনসহ বিভিন্ন অংশ চিহ্নিত কর।
(খ) ফার্মাকোগনসিতে অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লিখ ।
(গ) ভেষজ ও ঔষধের মধ্যে পার্থক্য দেখাও ।
৯। (ক) উদ্ভিজ উৎসের পাঁচটি ঔষধের নাম লিখ ।
(খ) সুরাসারের ধর্ম ও ব্যবহার উল্লেখ কর ।
(গ) সুরাসারের বিশুদ্ধতা পরীক্ষা কর।
১০। (ক) ব্যবস্থাপত্র কাকে বলে ? ব্যবস্থাপত্রের চারটি অংশের নাম লিখে আলোচনা কর।
(খ) ড্রাগ, মেডিসিন ও রেমেডি বলতে কি বুঝ ?
(গ) অয়েন্টমেন্ট ও লিলিমেন্ট এর মধ্যে পার্থক্য লিখ ।
১১। (ক) চিত্রসহ পারকোলেশন পদ্ধতি আলোচনা কর।
(খ) ট্রাইটুরেশনের শর্তাবলি লিখ ।
(গ) পুরাতন পদ্ধতিতে মাদার টিংচার প্রস্তুতের ফর্মূলা নং ৩ ও ৪ এর পার্থক্য দাও।
১২। (ক) লক্ষ শক্তি বলতে কি বুঝ? উদাহরণসহ বর্ণনা দাও।
(খ) ৬x বিচূর্ণকে ৭ x তরলে পরিণত করা যায় না কেন ?
(গ) আধুনিক পদ্ধতিতে মাদার টিংচার প্রস্তুতের সুবিধাগুলো আলোচনা কর।
১৩। (ক) এব্রিভিয়েশনগুলোর ইংরেজিতে অর্থ লিখ । q.h, o.m, p.c, stat, SOS
(খ) শূন্যস্থান পূরণ কর : 1 metre = ..... inches, 1 pound = ..... ounces, 1 gallon=........ pints, 1 drahm..... mimims, 1 millilitre=..........minims.
(গ) আংকিক মান বসাও: CV, CL, MM, LXXX, C
১৪। পার্থক্য লিখ :
(ক) আশ্রাবণ ও পরিস্রাবণ,
(খ) ডাইলিউশন ও শক্তিকরণ
(গ) থার্মোমিটার ও হাইড্রোমিটার ।
(ঘ) অয়েন্টমেন্ট ও লিনিমেন্ট,
(ঙ) এ্যালকালয়েড ও রেসিময়েড,
১৫। (ক) হোমিওপ্যাথিক ফার্মেসী কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়াগুলোর নাম লিখ ।
(খ) ফার্মেসী পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর ।
(গ) ফার্মাকোনমির সংজ্ঞাসহ প্রকারভেদ আলোচনা কর ।
১৬। (ক) ভেষজবহ কাকে বলে ? ইহার শ্রেণীবিভাগ কর ।
(খ) দুগ্ধ শর্করার প্রস্তুত প্রণালী বর্ণনা কর ।
(গ) দুগ্ধ শর্করার ধর্ম ও ব্যবহার লিখ।
১৭। (ক) ব্যবস্থাপত্র কাকে বলে? ব্যবস্থাপত্রের জানাজার লিখে বর্ণনা কর ।
(খ) দ্বিতীয় ব্যবস্থাপত্র লিখনের প্রয়োজনীয়তা আলোচনা কর ।
(গ) নেট্রাম মিউর রোগীর একটি ব্যবস্থাপত্র তৈরি কর।
১৮। (ক) মাদার টিংচার তৈরির পুরাতন ও আধুনিক পদ্ধতির মধ্যে পার্থক্যগুলো লিখ
(খ) পারকোলেশন ও মেসারেশন মাদার টিংচার পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ।
(গ) আধুনিক পদ্ধতিতে মাদার টিংচার প্রস্তুতের সুবিধাগুলি আলোচনা কর।
১৯। (ক) ডোজ ও ঔষধের মাত্রাতত্ত্ব কাকে বলে? প্রাণীজ উৎসের পাঁচটি ঔষধের নাম লিখ ।
(খ) ঔষধের বাহ্যিক প্রয়োগ কি? বাহ্যিক প্রয়োগের উপাদানের ) বর্ণনা কর ।
(গ) লোশনের প্রস্তুতপ্রণালী ও ব্যবহার বর্ণনা কর।
২০। (ক) পুরাতন পদ্ধতিতে মাদার টিংচার প্রস্তুতের ফর্মূলা-১ আলোচনা কর।
(খ) শক্তিকরণ প্রক্রিয়ায় সাক্কাসন ও ট্রাইট্ররেশন পদ্ধতির মধ্যে পার্থক্য লিখ
(গ) মেসারেশন পদ্ধতির বর্ণনা কর।
৮। সংক্ষেপে লিখ :
(ক) ফার্মাকোলজি,
(খ) পরিশ্রুত পানি,
(গ) ভেষজ,
(ঘ) ফার্মাকোগনসি,
(ঙ) নোসডস,
(চ) ফার্মাকোপিয়া,
(ছ) ফার্মেসী,
(জ) গ্লিসারিন,
(ঝ) গ্লোবিউলস ।
বিঃদ্রঃ - ২০২৩ সালের ডিএইচএমএস পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) নিয়মিত পরীক্ষা আগামি ১৭-১১-২০২৩ ইং তারিখ হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
** শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ৯.০০টা হতে বেলা ১২.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে : সকাল ১০.০০টা হতে বেলা ১.০০টা পর্যন্ত এবং বেলা ২.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত।
** পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে অবশ্যই পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হইবে।