তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন : বিজয়ী’কে শুভেচ্ছা
মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ৪টা পর্যন্ত কলেজের হলরুমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহণ করা হয়।
উক্ত নির্বাচনে কলেজের শিক্ষকদের মধ্য থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক।
এই নির্বাচনে মোট ১৭ জন ভোটারের মধ্যে ১৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৬ টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভাট পেয়ে সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচিত হওয়ার পর এক শুভেচ্ছা বর্তায় সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান বলেন, তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ এর ম্যানেজিং কমিটির একজন শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচনে, আমাকে পুনরায় শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করায়, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় ও অন্যান্য সম্মানিত সকল শিক্ষক মন্ডলীর প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও নির্বাচন কমিশনার জনাবা আর্নিকা আক্তার, সহকারী কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আশরাফুর রহমান স্যার কে সুন্দর আনন্দঘন নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি আমার বিজিত প্রতিদ্বন্দী সহকারী অধ্যাপক ডাঃ এম এ রাজ্জাক স্যারের প্রতি একত্রে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য অত্র প্রতিষ্ঠানের চিকিৎসক, চিকিৎসক সহকারী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া’য় বুধবার (১১ অক্টোবর) সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদ হাসান’কে নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হাসপাতাল শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আশরাফুর রহমান, উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী খান, সহকারী অধ্যাপক ডাঃ ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক ডাঃ সেলিনা আক্তার, প্রভাষক ডাঃ মোঃ আনিছুর রহমান রাসেল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবদুল্লাহ্ শাকুর, মেডিকেল অফিসার ডাঃ মহিমা খানম, সাংবাদিক মোহাম্মদ দেলওয়ার হোসেন, প্রধান সহকারী মোঃ রনি মিয়া, অফিস সহকারী কাজী নজরুল ইসলাম, চিকিৎসক সহকারী জলি আক্তার, চিকিৎসক সহকারী তাসফিয়া আক্তার লতা, চিকিৎসক সহকারী ফারজানা আক্তার বৃষ্টি প্রমুখ।