মা’য়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন ডা. এম. এ. মান্নান
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান- আমাদের আন্ডারে নিবিড় পর্যবেক্ষণে থাকা মনোয়ারা বেগমের পূর্ণ আরোগ্য হতে আরও সময় লাগবে। ধৈর্য ধরতে হবে। নিয়মিত ড্রেসিংসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং রুটিন চেকআপ চলছে।
এদিকে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করে ডা. এম.এ. মান্নান বলেন-আমার আম্মা শারীরিকভাবে অসুস্থ হওয়ায় টাংগাইলের একটি বেসরকারি হাসপাতালে ইএনটি ও সার্জন এ-র তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ রহমতে মায়ের বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল।
আমি আমার মাতার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চাই। আমি আশাবাদী মহান আল্লাহ রহমতে সকলের দোয়ায় অতি দ্রুত আমার মাতা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ইনশাআল্লাহ্।
উল্লেখ্য ডা. এম.এ. মান্নান জাতীয় দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক চলনবিলের আলো, তারুণ্য ২৪ তে সাংবাদিকতাসহ চিকিৎসা ও শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।