জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১১ টারয় কলেজ মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস এম মিল্লাত হোসেন এর সভাপতিত্বে ও বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ মুন্জুরুল আলম লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নরেশ মুখার্জি, ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডাঃ শফিক আমিন কাজল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এপিপি এ্যাড. আনোয়ার হোসেন পায়েল, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ আব্দুল খালেক, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ন কবীর। 

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নাননু বলেন, বঙ্গবন্ধু বাংলার খেটে খাওয়া মানুষ যেন স্বনির্ভর হতে পারে সে জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি শুধু স্বপ্নই দেখেননি বরং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু আমাদের দেশের মাটি ও মানুষকে ভালবাসতে শিখিয়েছেন। আমরা যদি তাঁর আদর্শ ও চেতনাকে হৃদয়ে লালন করে দেশ গঠনে যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করি তাহলেই তাঁর প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো হবে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণকে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মা মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Next Post Previous Post