এন্টিজেন ও এন্টিবডি কাকে বলে?

এন্টিজেন ও এন্টিবডি কাকে বলে ? প্রকারভেদস নিম্নে আলোচনা করা হলো।

 এন্টিজেনের সংজ্ঞা (Antigen) :

এন্টিজেন হল শরীরের পক্ষে গ্রহনীয় নয় এমন একটি পদার্থ যার উপস্থিতিতে নির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটে এবং শরীরের অভ্যন্তরে ঐ এন্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট এন্টিবডি তৈরি হয়।

এন্টিবডির সংজ্ঞা (Antibody) :

শরীরে কোন এন্টিজেন প্রবেশ করলে বা তৈরি হলে এর কার্যকারিতাকে ধ্বংস করে শারীরিক বিক্রিয়াকে সাম্যাবস্থায় আনতে শরীর যে নির্দিষ্ট ইমিউনোগ্লোবিউলিন (Immunoglobulin- Ig) তৈরি করে থাকে, তাকে এন্টিবডি বলে। অর্থাৎ নির্দিষ্ট এন্টিজেনের বিপরীতে নির্দিষ্ট এন্টিবডি তৈরি হতে এবং এন্টিজেনের কার্যকারিতাকে ধ্বংস করে শরীরের সুস্থ্যতা ফিরিয়ে আনতে সহায়তা করে, তাকে এন্টিবডি বলে।

এন্টিজেনের প্রকারভেদ :

(i) ভাইরাল এন্টিজেন (Viral Antigen), 

(ii) আইসো এন্টিজেন (Iso Antigen), 

(iii) অটো এন্টিজেন (Auto Antigen), 

(iv) বিশেষ প্রজাতিগত এন্টিজেন (Special Species of Antigen) 

(v) হেটারোফিল এন্টিজেন (Heterophil Antigen)।

এন্টিবডির প্রকারভেদ :

(i) এন্টিটক্সিন (Antitoxin), 

(ii) প্রিসিপিটিন (Precipitin)

(iii) এগলুটিনিন (Agglutinin),

(iv) লাইসিন (Lysine)

(v) অপসোনিন (Opsonin),

(vi) নিউট্রালাইজিং এন্টিবডি (Neutralising),

(vii) ব্লকিং এন্টিবডি (Blocking)

(viii) কমপ্লিমেন্ট ফিক্সিং এন্টিবডি (Complement Fixing Antibody)

Next Post Previous Post