এন্টিজেন ও এন্টিবডি কাকে বলে?
এন্টিজেনের সংজ্ঞা (Antigen) :
এন্টিজেন হল শরীরের পক্ষে গ্রহনীয় নয় এমন একটি পদার্থ যার উপস্থিতিতে নির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটে এবং শরীরের অভ্যন্তরে ঐ এন্টিজেনের বিরুদ্ধে নির্দিষ্ট এন্টিবডি তৈরি হয়।
এন্টিবডির সংজ্ঞা (Antibody) :
শরীরে কোন এন্টিজেন প্রবেশ করলে বা তৈরি হলে এর কার্যকারিতাকে ধ্বংস করে শারীরিক বিক্রিয়াকে সাম্যাবস্থায় আনতে শরীর যে নির্দিষ্ট ইমিউনোগ্লোবিউলিন (Immunoglobulin- Ig) তৈরি করে থাকে, তাকে এন্টিবডি বলে। অর্থাৎ নির্দিষ্ট এন্টিজেনের বিপরীতে নির্দিষ্ট এন্টিবডি তৈরি হতে এবং এন্টিজেনের কার্যকারিতাকে ধ্বংস করে শরীরের সুস্থ্যতা ফিরিয়ে আনতে সহায়তা করে, তাকে এন্টিবডি বলে।
এন্টিজেনের প্রকারভেদ :
(i) ভাইরাল এন্টিজেন (Viral Antigen),
(ii) আইসো এন্টিজেন (Iso Antigen),
(iii) অটো এন্টিজেন (Auto Antigen),
(iv) বিশেষ প্রজাতিগত এন্টিজেন (Special Species of Antigen)
(v) হেটারোফিল এন্টিজেন (Heterophil Antigen)।
এন্টিবডির প্রকারভেদ :
(i) এন্টিটক্সিন (Antitoxin),
(ii) প্রিসিপিটিন (Precipitin)
(iii) এগলুটিনিন (Agglutinin),
(iv) লাইসিন (Lysine)
(v) অপসোনিন (Opsonin),
(vi) নিউট্রালাইজিং এন্টিবডি (Neutralising),
(vii) ব্লকিং এন্টিবডি (Blocking)
(viii) কমপ্লিমেন্ট ফিক্সিং এন্টিবডি (Complement Fixing Antibody)