দ্বিতীয় মেয়াদে হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন : সভাপতি ডা. আরমান

বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভাট পেয়ে সংগঠনটির দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ আরমান হোসাইন।

গত সোমবার (২১ আগস্ট ২০২৩) বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলে। অনলাইনের মাধ্যমে প্রত্যেক সদস্য তিনজন পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। নির্বাচন শেষে প্রতিদন্দী প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বিজয়ী প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।

সংগঠনটির সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ৯২.০৩ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হন ডাঃ আরমান হোসাইন।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ৯২.৩ শতাংশ ভাট পেয়ে নির্বাচিত হন আজিজুল ইসলাম আদি। 

সাংগঠনিক সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সর্বোচ্চ ৫১.৩০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ এম এ তাশরিফ।

নির্বাচনে মোট সদস্য সংখ্যা ৩৯ জনকে নিয়ে  নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইনের মাধ্যমে নির্বাচন কমিশন অত্র সংগঠনের নির্বাচন সম্পন্ন করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্বে ছিলেন ডাঃ শ্যামল কিশোর বর্মন। নির্বাচন কমিশন সচিব ছিলেন ডাঃ শফিউর রহমান সজীব। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন ডাঃ আম্মার আবদুল্লাহ ও ডাঃ আনছার আলী। ভোটিং ফরমেট ভোটগ্রহণ ও আইটি সার্বিক টেকনিক্যাল সহযোগিতায় ছিলেন মো.আইয়ুব আলি। 

ইলেকশন ও সিলেকশনের পর ঐদিন রাত ৯ টায় নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারের ডাঃ শ্যামল কিশোর বর্মন পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ঘোষিত ফলাফল পরবর্তীতে সংগঠনের পেইজ থেকে প্রকাশ করা হয়।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠন কেন্দ্রীয় কমিটির দ্বায়িত্ব পেয়েছে যারা :

সভাপতি- ডা. আরমান হোসাইন, সহ সভাপতি  তাহমিনা আক্তার জয়া, সহ সভাপতি মোঃ মাসুম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আদি, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক তাশরিফা বিনতে জালাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এম এ তাসরিফ, সহ সাংগঠনিক মোঃ রফিক মিয়া, সহ সাংগঠনিক আসাদুজ্জামান নূর, সহ সাংগঠনিক মিজবাউজ্জামান সাকিব, সহ সাংগঠনিক নাহিদ হাসান, সহ সাংগঠনিকএ এইচ তারেক পাটোয়ারী, সহ সাংগঠনিক এনায়েতুর রহমান নাহিদ, সহ সাংগঠনিক মোঃ নূর মোহাম্মদ কোষাধ্যক্ষ আইয়ুব আলী, সহ- কোষাধ্যক্ষ মোঃ রাশেদ সরকার, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার সম্পাদক আহাদ বিশ্বাস মাসুম, সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ আলী সাদী, প্রকাশনা সম্পাদ শাহাদাত হোসেন, সহ- প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাকদ মোঃ সাবিক ওমর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক  সম্পাদক লিখন চন্দ্র দাস, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আহম্মদ, সহ- ধর্মবিষয়ক সম্পাদক মিথুন কুমার ঝাঁ, পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃসেলিম হোসেন তরফদার, সহ- পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব চন্দ্র চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোমিন, মহিলা বিষয়ক সম্পাদক আয়শা রাখি, ছাত্রকল্যান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জমির উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক  তুহিন হোসাইন, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক হালিমা সাদিয়া এবং কার্যনির্বাহীসদস্য হিসেবে ৪ জনের নাম ঘোষণা করেন। তারা হলেন এম এম আব্দুল আজীজ, মোঃ নুর আলম, মেহের আফরোজ ও সুব্রত সরকার।

সংগঠনটির নির্বাচন, ফলাফল ঘোষণা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের সম্মানিত উপদেষ্টা, সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার আশরাফুল হক।

সভাপতির বক্তব্যে ডাক্তার আশরাফুল হক নতুন কমিটির উদ্দেশ্য করে বলেন, সকল ভুল ত্রুটি সংশোধন করে সবাইকে মিলেমিশে সংগঠনে থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন এই সংগঠন হোমিওপ্যাথির  মৌলিক দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের হোমিওপ্যাথি সমাজের কাছে সাহসী ভূমিকার স্বাক্ষর রেখেছে, এবং সবার কাছে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের উপদেষ্টা ডাক্তার খোন্দকার শহিদুল হক। তিনি সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক ছাত্র অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, প্রতিষ্ঠাতা সভাপতি, দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি ডা. আরমান হোসাইন। 

সভাপতির বক্তব্যে ডা. আরমান হোসাইন বলেন, হোমিওপ্যাথিক সমাজের প্রচলিত সমস্যাগুলো সমাধানের জন্য সংগঠন ধারাবাহিকভাবে কাজ করা যাচ্ছে। আগামীতে আমাদের সকল দাবি আদায়ের লক্ষ্যে এই সংগঠন সকল বাধা অতিক্রম করে বাংলাদেশের হোমিওপ্যাথির সামনের সারিতে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। পরিশেষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Next Post Previous Post