বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘মুজিব কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। 

কলেজ ক্যাম্পাসে ‘মুজিব কর্ণার’ স্থাপন হওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা সহজেই জাতির জনক বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে। এখানে বঙ্গবন্ধুর স্বকন্ঠে তাঁর অমূল্য ভাষণসমূহ শোনার পাশাপাশি স্থিরচিত্রে তা দেখার সুযোগও রয়েছে। রয়েছে বঙ্গবন্ধুর উপর রচিত বহু মহামূল্য গ্রন্থ। স্বাধীনতার ৫২ বছর পর নতুন প্রজন্মের জন্য এখানে এসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে জানার নতুন দ্বার উন্মোচিত হল। 

সোমবার (১৭ জুলাই ২০২৩) বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে মুজিব কর্ণার এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. সিতেশ চন্দ্র বাছার।

এসময় উপস্থিত ছিলেন, সরকার বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সালেহা খাতুন, কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ সাখোয়াত ইসলাম খোকন, কলেজ গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ রিয়াজ উদ্দীন রিয়াজসহ কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Next Post Previous Post