বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বিএইচএমএস কোর্সের ১ম বর্ষে ভর্তি শুরু

এস এস সি ও এইচ এস সি পাস শিক্ষার্থীদের বি এইচ এম এস কোর্সের ১ম বর্ষে ভর্তি সংক্রান্ত তথ্য সম্বলিত একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। 

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৫ বছর মেয়াদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের BHMS (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী) কোর্সের ১ম বর্ষে ৪৪ তম ব্যাচে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা : 

ক) এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ।

খ) বিএইচএমএস কোর্সের স্বাস্থ্য অধিদপ্তরের সম্বিলিত ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকায় (Waiting List) নাম থাকতে হবে।

ভর্তির আবেদন পত্র গ্রহণের শুরুর তারিখ- ১২/০৭/২০১৩ইং

ভর্তির আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ- ২০/০৭/২০২৩ইং

আবেদনপত্রের সাথে জমা দিতে হবে :

> SSC / সমমান এবং HSC / সমমান পরীক্ষার (ট্রান্সক্রিপ্ট) নম্বরপত্রের ফটোকপি। SSC বা সমমানের পরীক্ষা পাসের সনদপত্রের ফটোকপি।

> HSC বা সমমানের পরীক্ষার মূল/ প্রভিশনাল সার্টিফিকেট অথবা প্রশংসা পত্রের ফটোকপি।

> সদ্যতোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি। নাগরিকত্বের সনদপত্র (ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক)।

> স্বাস্থ্য অধিদপ্তরের সম্বিলিত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি ।

ভর্তির নিয়মাবলী :

• কলেজ অফিস থেকে নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকার বিনিময়ে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ভর্তির আবেদনপত্র ও নিয়মাবলী সংগ্রহ করা যাবে।

• ভর্তির সময় এককালীন ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা কলেজের পার্শ্ববর্তি পুবালী ব্যাংক শাখায় নির্ধারিত একাউন্টে রসিদের মাধ্যমে জমা দিতে হবে।

ভর্তির সময় কলেজ অফিসে নিম্নলিখিত সনদপত্রের মূল কপি অবশ্যই জমা রাখতে হবে : 

i) এস এস সি/সমমান ও এইচ এস সি/সমমান পরীক্ষা পাশের মূল/প্রভিশনাল সার্টিফিকেট এবং

ii) এস এস সি/সমমান ও এইচ এস সি/সমমান পরীক্ষাদ্বয়ের (ট্রান্সক্রিপ্ট) নম্বরপত্র।

নির্বাচিত প্রার্থীদের দেয়া তথ্য অসম্পূর্ণ অথবা ভুল প্রমাণিত হলে, তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Next Post Previous Post