হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
হোমিওপ্যাথিক বোর্ড প্রতিস্থাপন করে হোমিওপ্যাথিক কাউন্সিল গঠনের বিধান রেখে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (১৯ জুন) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘২০২১ সালের ৩১ মে আইনটির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর আজকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের একটি হোমিওপ্যাথিক বোর্ড আছে, সেটি প্রতিস্থাপন করে একটা কাউন্সিল গঠন করা হবে। সেই কাউন্সিল পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হবে। এই কাউন্সিল হোমিওপ্যাথিক সংক্রান্ত চিকিৎসা, সেবা, ওষুধের ব্যাপারে তদারিক করবে। হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে এই আইন করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের আগে ডাক্তার লিখতে পারবেন কিনা সেটা কাউন্সিল সিদ্ধান্ত নেবে।