ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন অধ্যাপক ডাঃ মোঃ আশরাফুর রহমান

নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ আশরাফুর রহমান’কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ মে ২০২৩) কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা’র সভাপতিত্বে কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

ম্যানেজিং কমিটির কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাৎক্ষণিক ফুলেল শুভেচছায় শিক্ত হন নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ আশরাফুর রহমান। 

উল্লেখ্য, প্রয়াত অধ্যক্ষ ডা. কামারুজ্জামান ভূঞার মৃত্যুতে কলেজটির অধ্যক্ষের পদ শূন্য হয়। 

অধ্যক্ষ ডা. কামারুজ্জামান ভূঞা ২০২২ সালের ৯ অক্টোবর রোববার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। 

এরপর টানা ৬ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার রাত ১০টার সময় হাজারো ছাত্র, শিক্ষক ও চিকিৎসকদের কাদিয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

অধ্যক্ষ ডা. কামারুজ্জামান ভূঞার মৃত্যুতে নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের পদটি শূন্য হওয়ায় ২০২২ সালের ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা’র সভাপতিত্বে কমিটির সভার সিদ্ধান্ত ক্রমে অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী খান’কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নবনিযুক্ত করা হয়। 

এরপর গত ৩১ মার্চ ২০২৩ ডাঃ মোহাম্মদ আলী খান এর নিয়মিত চাকুরিজীবন পূর্ণ হয়। যারফলে তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের পদটি পূনরায় শূন্য হয়।

Next Post Previous Post