নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কোন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কোন শিক্ষার্থী বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। 

রোববার (১৪ মে ২০২৩) বোর্ডের পক্ষ থেকে নির্বাচনি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নথি নং-বাহোবো- ২/২১-২২/২৮৪০ (৬৫)। উক্ত বিজ্ঞপ্তির কপি ইতোমধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরিত হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলাহয় :

এতদ্বারা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে পরিচালিত স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারি কলেজসমূহের ছাত্র- ছাত্রীদের নির্বাচনি পরীক্ষা আগামি ০৪-০৬-২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৮-০৬-২০২৩ খ্রি তারিখের মধ্যে শেষ করতে হবে। 

আগামি ২২-০৬-২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে নির্বাচনি পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার্থীর সংখ্যা অনুসারে পে-অর্ডার/ডিডি বোর্ডে দাখিল করে দাখিলা ও বিবরণি ফরম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রতিটি দাখিলা ফরম ৩০/- (ত্রিশ) টাকা এবং বিবরণি ফরম প্রতিটি ২০/-(বিশ) টাকা ৷

বিঃ দ্রঃ নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।

বিষয়টি অতিব জরুরি।

Next Post Previous Post