নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কোন শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা
রোববার (১৪ মে ২০২৩) বোর্ডের পক্ষ থেকে নির্বাচনি পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নথি নং-বাহোবো- ২/২১-২২/২৮৪০ (৬৫)। উক্ত বিজ্ঞপ্তির কপি ইতোমধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরিত হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলাহয় :
এতদ্বারা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে পরিচালিত স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারি কলেজসমূহের ছাত্র- ছাত্রীদের নির্বাচনি পরীক্ষা আগামি ০৪-০৬-২০২৩ খ্রিঃ তারিখ হতে ১৮-০৬-২০২৩ খ্রি তারিখের মধ্যে শেষ করতে হবে।
আগামি ২২-০৬-২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে নির্বাচনি পরীক্ষার ফলাফল এবং পরীক্ষার্থীর সংখ্যা অনুসারে পে-অর্ডার/ডিডি বোর্ডে দাখিল করে দাখিলা ও বিবরণি ফরম গ্রহণের জন্য অনুরোধ করা হলো। প্রতিটি দাখিলা ফরম ৩০/- (ত্রিশ) টাকা এবং বিবরণি ফরম প্রতিটি ২০/-(বিশ) টাকা ৷
বিঃ দ্রঃ নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
বিষয়টি অতিব জরুরি।