বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ডা. শিপলুর শুভেচ্ছা

 আজ ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান। হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। তিনি ১৭৫৫ সালের ১০ এপ্রিল জার্মানির সাঙনী রাজ্যের মিশেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ক্রিশ্চিয়ান গটফ্রিড হ্যানিম্যান, মা জোহানা ক্রিশ্চিয়ানা।

বিশ্বব্যাপী হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স লড়াই করে দাপটের সঙ্গে জটিল ও দুরারোগ্য রোগীদের রোগ আরোগ্যের বিশাল সফলতা নিয়ে টিকে আছে এবং দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। 

আর বাংলাদেশে অযোগ্য ও দুর্নীতিবাজ হোমিওপ্যাথি কর্তৃপক্ষ এবং তাদের সুবিধাবাদী-দালালদের সঙ্গে মাঠ পর্যায়ে বাংলাদেশের পাঁচ দশকের শোষিত-বঞ্চিত ডিএইচএমএস পাস হোমিওপ্যাথরা লড়াই করে ও সোচ্চার হয়ে কোন প্রকার সরকারি সুযোগসুবিধা গ্রহণ না করেও এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের হোমিওপ্যাথি ও হোমিওপ্যাথির মাঠ পর্যায়ের সফলতা। 

এগিয়ে যাক বাংলাদেশ ও এগিয়ে যাক বাংলাদেশের হোমিওপ্যাথি। সকলকে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের সংগ্রামী শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে 

ডা. মো. আব্দুস সালাম (শিপলু)

ডিএইচএমএস 

(রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ) 

এমএসএস (সরকার ও রাজনীতি বিভাগ) 

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Next Post Previous Post