অধ্যাপক ডা: আবদুল হাকিমের ইন্তেকাল, বোর্ড রেজিস্ট্রারের শোক
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের হোমিওপ্যাথিক ওষুধ বিশেষজ্ঞ ডাঃ ইমরুল কায়েসের পিতা বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক অধ্যাপক ডা: আবদুল হাকিম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৫ এপ্রিল ২০২৩) রাতে গুনী এই হোমিওপ্যাথিক চিকিৎসক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।
কিংবদন্তি এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যুতে all homoeo info পরিবার গভীরভাবে শোকাহত।
এদিকে অধ্যাপক ডা: আবদুল হাকিমের মৃত্যুতে তাৎক্ষণিক এক সংক্ষিপ্ত শোকবার্তায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম লিখেন হোমিওপ্যাথির উন্নয়নে স্যারের অবদান স্মরণীয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ স্যার কে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের উচু মোকাম দান করুন।
ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম অধ্যাপক ডা: আবদুল হাকিমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।