DHMS চূড়ান্তবর্ষে উত্তীর্ণদের ইন্টার্নী ভর্তি চলছে

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিএইচএমএস চূড়ান্তবর্ষে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ৬ মাস মেয়াদি ইন্টার্নী ভর্তি কর্যক্রম শুরু হয়েছে। 

২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিএইচএমএস চূড়ান্তবর্ষে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ইন্টার্নী ভর্তি প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নথি নং- বাহোবো প্রশাঃ- 1905/2023/১০৫৮ (১৩২)। তারিখ : ১৫-৩-২০২৩ খ্রিষ্টাব্দ।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার- কাম- সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর আলমের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ---

এতদ্বারা সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিএইচএমএস চূড়ান্তবর্ষে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের ইন্টার্নী ভর্তির সময় আগামী ১৯-৩-২০২৩ হতে ০৬-৪-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হল এবং পে-অর্ডারের সর্বশেষ তারিখ ১০-৪-২০২৩ খ্রিঃ ও বোর্ডে পৌঁছানোর (সফট ও মূল কপি) সর্বশেষ তারিখ ১৩-৪-২০২৩। 

উক্ত ০৬-৪-২০২৩ তারিখের পর নির্ধারিত ফরম পুরন করতঃ তালিকা অনুযায়ী জন প্রতি ২০০/- (দুইশত) টাকা হারে পে-অর্ডার জমা দিয়ে অর বোর্ড হতে সাময়িক চিকিৎসক সনদ গ্রহণ করতে হবে। পরবর্তীতে যথাযথভাবে ইন্টার্ণশীপ কোর্স সমাপ্তি শেষে সাময়িক চিকিৎসক সনদ (মূলকপি) বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে জমা দিয়ে স্থায়ী (নবায়নযোগ্য) চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদ গ্রহন করতে হবে। সাময়িক সনদ গ্রহণ ব্যতিত কোন ছাত্র/ছাত্রী ইন্টার্নশীপ কোর্স-এ অংশ গ্রহণ করলে উক্ত ছাত্র/ছাত্রীদের ইন্টার্নশীপ বাতিল বলে গণ্য হবে। বিষয়টি সংশ্লিষ্ট কলেজের জন্য প্রেরণ করা হ'ল।

তালিকা ও পে-অর্ডার প্রাপ্তির পর প্রত্যেক ছাত্র/ছাত্রীদের নামে সাময়িক চিকিৎসক রেজিট্রেশন সনদ প্রদান করা হবে। ৩। নামের তালিকার সফট কপি (ওয়ার্ড ফাইলে) bhb.interny@gmail.com এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
উক্ত বিষয়ে যে কোন তথ্য জানতে অত্র বোর্ডের সহকারী রেজিস্ট্রার ডা. অমিত রায়-এর সাথে (০১৭১১৭৩৭৪১৫) নম্বরে যোগাযোগ করতে বলা হ'ল।

Next Post Previous Post