২০২০-২১ শিক্ষাবর্ষের ডিএইচএমএস পরীক্ষার ফলাফল সংশোধন প্রসঙ্গে

ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোন প্রকার ত্রুটি/আপত্তি/অভিযোগ/ আবেদন প্রসঙ্গে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নথি নং-রাহোবো-৯/২০-২১/২৭৪৪ (৬৩), তারিখ : ১৫-০৩-২০২০ খ্রিঃ।

বার্ড পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়

এতদ্বারা স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচেছ যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোন প্রকার ত্রুটি/আপত্তি/অভিযোগ/ আবেদন ফলাফল ঘোষণার তারিখ হতে ২০ (বিশ) দিনের মধ্যে বোর্ডে পৌঁছাতে হবে।

কোন পরীক্ষার্থী নিজ উত্তরপত্র পুনঃ নিরীক্ষণ করাতে চাইলে রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকা এর অনুকূলে প্রতি বিষয়ের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা হারে ব্যাংক ড্রাফট/পে- অর্ডারসহ (একাধিক বিষয়ের ক্ষেত্রে একটি ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে) সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদনপত্র ফলাফ ঘোষণার তারিখ হতে ২০ (বিশ) দিনের মধ্যে বোর্ডে পৌঁছাতে হবে।

যে সকল পরীক্ষার্থীদের ছাত্র রেজিস্ট্রেশন কার্ড, পুনঃঅধ্যয়নের অনুমতিপত্র, এসএসসি সনদ, প্রি-মেডিকেল/এলাইড মেডিকেল বিষয়সমূহের নম্বরপত্র প্রভৃতি প্রদান/দাখিল না করার কারণে ফলাফল স্থগিত রাখা হয়েছে তাদের বিষয়টি ইতিপূর্বে সংশোধনের জন্য জানানো হয়েছে। সর্বশেষ বারের মত জানানো যাচেছ যে, ফলাফল ঘোষাণার ২০ (বিশ) দিনের মধ্যে এই সকল স্থগিত ফলাফলের ব্যাপারে যথাযথ কাগজপত্র প্রদান/ব্যবস্থা গ্রহণ করা না হলে উক্ত ফলাফল বাতিল বলে বিবেচিত হবে।

যে সকল পরীক্ষার্থীদের ফলাফল স্থগিত করার সুপারিশের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে কিংবা ফলাফল অসমাপ্ত রয়েছে (নম্বরপত্র, হাজিরা খাতা, মুখপত্র, স্বাক্ষরলিপি ইত্যাদির মধ্যে গরমিল পরিলক্ষিত হবার কারণে) তাদের ফলাফল টেবুলেশনসীট হতে কেটে রাখা হলো। উহা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার্থী প্রত্যক্ষ করার স্ব-ব্যাখ্যাত আবেদনে প্রকৃত তথ্য বোর্ডকে উল্লেখিত ২০ (বিশ) দিনের মধ্যে জানাতে হবে।

উক্ত নির্ধারিত সময়সীমার পর ফলাফল সংক্রান্ত কোন আপত্তি/অভিযোগ/আবেদন/পুনঃনিরীক্ষণের আবেদন বা এতদসংক্রান্ত কোন প্রকার পত্রাদি বোর্ড কর্তৃক গৃহীত হবে না।

Next Post Previous Post