ডিএইচএমএস সম্পূরক পরীক্ষার দাখিলা ফরম পূরণের সময়সীমা প্রকাশ

২০২১ সালের ডিএইচএমএস সম্পূরক পরীক্ষার দাখিলা ফরম পূরণ ও বোর্ডে প্রেরণের সময়সীমার বিষয়ে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার নথি নং-বাহোবো- ২/২০-21/2745 (71) তারিখ : ১৫-০৩-২০২৩ খ্রিঃ।

বার্ড পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়

এতদ্বারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) সম্পূরক পরীক্ষার বিলম্ব ফি ছাড়া দাখিলা ফরম পূরণ ০২-০৪-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত এবং ০৫-০৪-২০২৩ তারিখের মধ্যে মোট টাকাসহ একত্রে একটি ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং বিলম্বফিসহ দাখিলা ফরম পূরণ ০৯-০৪-২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত এবং ১২-০৪-২০২৩ খ্রিঃ তারিখের মোট টাকাসহ একত্রে একটি ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, তিনপ্রস্থ বিবরণী ফরম এবং ফরওয়াডিংসহ নিম্নস্বাক্ষরকারির নিকট প্রেরণ করতে হবে।

উল্লেখ্য, যে সকল পরীক্ষার্থী সম্পূরক প্রাপ্ত হয়েছে/হবে এবং তাদের মধ্যে যারা উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য/পুনঃ বিবেচনার জন্য আবেদন করেছে/করবে তাদেরকেও উক্ত নির্ধারিত সময়ের মধ্যে দাখিলা ফরম পূরণ ও ফিসাদি প্রদান করতে হবে।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণ/ফলাফল পুনঃ বিবেচনায় কারও ফলাফল পরিবর্তিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে।

যে সকল পরীক্ষার্থীর ফলাফল শর্তাধীন ঘোষিত হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিষয়টি আপত্তি-নিষ্পত্তি করা না হলে তাদের প্রবেশপত্র ইস্যু করা হবে না।

অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পরীক্ষার ফরম গ্রহণযোগ্য নহে এবং উহা ফেরত প্রদান না করে সরাসরি বাতিল বলে গন্য করা হবে।

প্রতিটি দাখিলা ফরম ৩০ (ত্রিশ) টাকা এবং প্রতিটি বিবরণী ফরম ২০ (বিশ) টাকা হারে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মাধ্যমে অত্র দপ্তর হতে সংগ্রহ করা যাবে। রেজিস্ট্রার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, ঢাকা এর অনুকূলে যাবতীয় ফিসের টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পত্রাদি প্রেরণ করতে হবে।

বিঃ দ্রঃ সম্ভাব্য আগামি ১৩-০৫-২০২৩ খ্রিঃ তারিখ রোজ শনিবার নির্ধারিত কেন্দ্রে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

Next Post Previous Post