ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যের সংখ্যা ৫ হাজার ছাড়াল
![]() |
ধ্বংসস্তূপে কেউ আটকে পড়ে আছেন কি না, তা খোঁজা হচ্ছে। হাতায়, তুরস্ক, ফেব্রুয়ারি ৭, ২০২৩। ছবি: রয়টার্স |
তুরস্ক ও সিরিয়ার সরকার ও হাসপাতাল সূত্রে এএফপি নিহতের এ সংখ্যা জানিয়েছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তারা আভাস দিয়েছেন নিহত মানুষের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূমিকম্পটির কেন্দ্র। ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের পর অর্ধশতাধিক পরাঘাত (বড় ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প) হয়।
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে।
![]() |
ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শত শত ভবনধস হয়েছে। আর এসব ভবনের নিচে আটকা পড়ে আছে মানুষ। ছবি: এএফপি |
এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ হিমশীতল ও গুমোট আবহাওয়ার মধ্যেই দুই দেশের উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভূমিকম্পে যেসব মানুষ প্রাণে বেঁচে গেছেন তারাও বহুতল ভবনের ধ্বংসাবশেষ থেকে স্বজনদের উদ্ধারের আশায় খালি হাতেই অভিযানে অংশ নিয়েছেন।