মা'য়ের মৃত্যুতে ডা. শিপলুর আবেগঘন স্টাটাস
ডা. মো. আবদুস সালাম (শিপলু) একাধারে চিকিৎসক, শিক্ষক, কেন্দ্রীয় হোমিওপ্যাথি নেতা, কেন্দ্রীয় শিক্ষক নেতা, কলামিস্ট ও প্রাক্তন সাংবাদিক।
মায়ের মৃত্যুতে ডা. মো. আবদুস সালাম (শিপলু) তার ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্টাটাস দেন। তার কারা পোস্টটি এখানে হুবহু তুলে ধরা হলো।
'মা' একটি ছোট্ট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। চাওয়া-পাওয়ার এই পৃথিবীতে বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। মায়ের তুলনা মা নিজেই।
মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়দাতা, মা মানে সকল আশা, মা মানে একবুক ভালোবাসা।
পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোন প্রয়োজন লুকিয়ে থাকে। কোন প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা-বাবা। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা তার সন্তানকে কখনো ছেড়ে চলে যায় না। মা তার সন্তানকে সব সময় আগলে রাখতে চায়। যার মা বা বাবা নেই মৃত্যৃবরণ করেছে শুধুমাত্র ভুক্তভোগী সন্তানই বুঝে না বলার ও না থাকার আজীবন শূন্যতা এবং না থাকার আজীবন কষ্ট!
১৫ জানুয়ারি ২০২৩ রবিবার জন্মদাত্রী, গর্ভধারিণী, মমতাময়ী মা সরকারি শ. জি. মে. ক. হাসপাতালে কার্ডিওলজি বিভাগ এর সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীনে ইন্তেকাল করেছেন। মায়ের হাত ধরে সন্তানের স্বপ্ন ও আগামীর সফলতার দিন এবং পথচলা হলো না! টেকনোলজি ও মেডিকেল সায়েন্স এবং চিকিৎসকরাও মৃত্যুর নিকট অসহায়! লড়াই করেও মেনে নিতে হয়।
মা মনে করতেন সন্তানই সেরা, মা মনে করতেন বলেই তার সন্তান দেশের একজন সফল ও মানবিক চিকিৎসক হতে পেরেছে। চিকিৎসক বিভিন্ন রোগী ক্ষেত্রে বার বার অনেক সফলতা থাকলেও চিরন্তন সত্য পৃথিবীতে সকলেরই সীমাবদ্ধতা ও মৃত্যুর নিকট পরাজিত হতে হয়!
কন্টেন্ট রাইটার : প্রধান এডমিন