বিশ্ব জাকের মঞ্জিলের মহা পবিত্র উরস শরীফে ফ্রী হোমিওপ্যাথিক চিকিৎসা
বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৩ইং উপলক্ষে মোজাদ্দেদীয়া হোমিও স্বাস্থ্যসেবা কেন্দ্ৰে ফ্রী হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তাঁবু, ক্যাম্প ও অস্থায়ী দোকানপাট বসানো হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে যানবাহনে চেপে ভক্তরা ওরসে যোগ দিচ্ছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ওরস মঞ্জিল প্রাঙ্গণে কয়েক হাজার মানুষ পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের সমন্বয়কারী শহিদুল ইসলাম শাহিন।শনিবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ফাতেহা পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।