হোমিওপ্যাথিতে রোগের নামে বই কেন?

হোমিওপ্যাথিক রাইটার্স অ্যাসোসিয়েশনের (HWA) এর মহাসচিব ডা. আহাম্মদ হোসেন ফারুকী সাহেবের ফেসবুক ওয়াল থেকে নেয়া

 ১. কেন্ট রেপার্টরিতে উদরাময়ে ব্যবহৃত ওষুধের তালিকা (এর প্রত্যেকটি ওষুধের মধ্যে উদরাময়ের লক্ষণ রয়েছে):

Acet-ac., acon., aesc., aeth., Agar., alet., all-s., Aloe., alum., am-m., ammc., anan., ang., ant-a., Ant-c., Ant-t., anthr., Apis., apoc., aran., arg-m., Arg-n.,  arn.,  ars-i., Ars., arum-m., asaf., asar., asc-t., astac., aster., aur-m., aur., Bapt., Bar-c., bar-m., bell., benz-ac.,  berb., bism., bor., bov., brach., brom., Bry., bufo., cact.,  calc-ar., calc-p., calc-s., Calc., Canth., caps., carb-ac., carb-s., Carb-v., casc.,  cast.,  caust.,   cean., Cham., chel., chim.,  chin-a., chin-s., Chin., ic., cina., innam., cist.,  clem., cob.,  occ., coff.,   olch.,coll., coloc., con.,cop., Corn.,  crot-h., Crot-t., cub., cupr-r., cupr.,  cycl., dig.,  dios.,  Dulc., echi., Ferr-ar., Ferr-i., ferr-p., ferr-s.,  Ferr.,  Fl-ac.,  Gamb., gels., gran., graph., grat., guai., ham.,  Hell.,  Hep.,  hydr.,  hyos., ign., ill., Ind., Iod., Ip., Iris., jab., jatr., jug-c., kali-ar., Kali-bi., kali-c., kali-chl., kali-i., kali-n., kali-p., kali-s., kreos., lac-c., lac-d., lach., lact-ac., laur., lec., led., lept., lil-t., lith., Lyc., lyss., mag-c.,  mag-m., mag-p., manc., med., meli.,  Merc-c., merc-sul.,  Merc., mez., morph., mur-ac., naja., nat-a., nat-c.,  Nat-m.,  nat-p.,  Nat-s., nicc., Nit-ac., nuph., nux-m.,  nux-v., ol-an.,  ol-j.,  olnd.,  op., ox-ac., par., petr., Ph-ac., phel.,  Phos., phyt., pic-ac., plan., plb., Podo., prun-s.,  psor.,  ptel.,  puls., raph., rat., Rheum., rhod., rhus-t., rumx., sabad., samb.,  sang.,  sanic., sars., Sec., sel., seneg., sep.,  Sil., squil., stann., staph., stram., stry., sul-ac., Sulph., sumb., tab., tarax., tarent., ter., Thuj., trom., uran., valer.,  Verat., xan., zinc., zing.

২. কেন্ট রেপার্টরিতে উদরাময়ে ব্যবহৃত প্রথম গ্রেডের ওষুধের তালিকা (এর প্রত্যেকটি ওষুধের মধ্যে উদরাময়ের লক্ষণ রয়েছে) : Agar., Aloe.,  Ant-c., Ant-t., Apis., Arg-n.,  Ars., Bapt., Bar-c., Bry., Calc.,  anth., Carb-v.,  Cham., Chin., Corn.,  Crot-t., Dulc.,  Ferr-ar., Ferr-i.,  Ferr., Fl-ac., Gamb., Hell., Hep.,  Iod., Ip.,  Iris., Kali-bi.. Lyc., Merc-c., Merc.,  Nat-m., Nat-s., Nit-ac.,  Ph-ac., Phos.,Podo. Rheum., Sec., Sil., Sulph., Thuj., Verat., 

৩. উদরাময়ে ব্যবহৃত আশ্চার্য্য ফলপ্রদ ওষুধের তালিকা (এর প্রত্যেকটি ওষুধের মধ্যে উদরাময়ের লক্ষণ রয়েছে) : Aloe., Ars., Cham, Carb-v. Chin., Crot-t., Ph-ac., Podo. puls.,  Sulph  Aloe., Ars., Cham, Carb-v. Chin., Crot-t., Ph-ac., Podo. puls.,  Sulph.   

# এবার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে- 

উপরে তিন প্রকার ওষুধের তালিকা দেয়া আছে। ১ম, ২য়, ও ৩য় গ্রেড এর মধ্যে কোন স্তর থেকে  রোগীর উদরাময়ের জন্য ওষুধ বাছাই করতে হবে। এবং কোন স্তর থেকে ওষুধ বাছাই করতে হোমিওপ্যাথির সংবিধান বলেছেন? এর মধ্যে কোন স্তর থেকে ওষুধ বাছাই করলে, রোগী বিনা কষ্টে, দ্রæত ও স্থায়ী ভাবে আরোগ্য লাভ করবেন?

# এখন আপনারা বলবেন, ২য় ও ৩য় স্তরের ওষুধগুলোর উদরাময়ের লক্ষণ বিভিন্ন বইতে পাওয়া যায়। কিন্তু ১ম স্তরের ওষুধগুলোর উদরাময়ের লক্ষণ কোন বইতে পাওয়া যায় না। আপনাদের কথা একেবারে সঠিক। 

# আমি যদি আপনাদের পাল্টা একটি প্রশ্ন করি তাহলে কেমন হয়? আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে আমাদের মতলব থানা থেকে কেউ ঢাকা আসতে চাইলে লঞ্চে আসতে হতো। সময় লাগতো প্রায় ৬/৭ ঘণ্টা আর এখন মতলব থেকে ঢাকা আসতে সময় লাগে মাত্র ২ঘণ্টা। এবার বলুন, এখন এতো দ্রæত কি করে মতলব থেকে ঢাকায় আসে? 

পূর্বে মতলব থেকে ঢাকায় আসতে হতো লঞ্চে, আর এখন আসে বাসে। পূর্বে বাস চলার রাস্তা ছিল না। এখন আমাদের এলাকায় আমরা রাস্তা করেছি, তাই বাসে চড়তে পাড়ি।

#  ঠিক তেমনি ১ম স্তরের ওষুধগুলোর উদরাময়ের লক্ষণ পাই না বলে ২য় ও ৩য় স্তরের ওষুধ ব্যবহার করে থাকি। কেন? আমরা আমাদের এলাকার মতো কাজ করলে সেই সুবিধা আমরাই তো ভোগ করতে পারবো।

উদরাময়ে ব্যবহৃত সকল ওষুধের সু-ব্যবহারের জন্য, প্রয়োজন উপরে উদরাময়ে ব্যবহৃত ওষুধগুলির উদরাময়ের লক্ষণ। সবকয়টি ওষুধের উদরাময়ের লক্ষণ কোন বইতে আছে কিনা আমার জানা নেই। 

আমার এই কথার জবাবে অনেকেই বলবেন, রোগীর চিকিৎসায় রোগ লক্ষণের প্রয়োজন কি? তা তো রোগীর সার্বদৈহিক ও সাধারণ লক্ষণ দিয়েই করা যায়। 

রোগীর চিকিৎসায় রোগ লক্ষণের প্রয়োজন না থাকলে কেন দুর্গন্ধযুক্ত অধিক মল, তা সকালে ত্যাগ করলে পডোফাইলাম দেয়া হয়। এইগুলি কি রোগ লক্ষণ নয়? 

রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হলে, সে ক্ষেত্রে রক্তের বর্ণ, পরিমান, গতি, কেন রক্ত ক্ষরণ, কখন রক্তক্ষরণ, হ্রাস কিংবা বৃদ্ধির লক্ষণে তার ওষুধ বাছাই করা হয়। এইগুলি কি রোগ লক্ষণ নয়? 

 রোগীর বর্ণনা তার উদরাময় রাত ২টা থেকে ৩টায় বৃদ্ধি হয়। রেপার্টরি দুইটি ওষুধের কথা বলছে- 1. Iris, ২. Phos.  

এবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এই দুইটি ওষুধের উদরাময়ের লক্ষণ কোন বইতে পাবো দয়া করে কেহ বলতে পারবেন কি? 

পডোফাইলাম ব্যবহারে যেমন লক্ষণ বলেছেন, এবার Iris এর উদরাময়ের কিছু লক্ষণ কোন বইতে পাবো তার নামটি ইল্লেখ করেন।   

এভাবে রেপার্টরিতে যে কোন রুব্রিকের আলোকে যে কয়টি ওষুধ রয়েছে, সেই ওষুধগুলি আলাদা করার মতো কোন নিয়ম জানা থাকলে জানান

সঙ্গমের পর শে^তপ্রদরের বৃদ্ধি দুইটি ওষুধ ১. নেট্রাম কার্ব ২. সিপিয়া।  এই দুটি ওষুধকে আলাদা করতে হলে উভয় ওষুধের সার্বদৈহিক লক্ষণের পাশাপাশি তাদের শে^তপ্রদরের লক্ষণগুলিও জানতে হবে। তা না হলে এই দুটি ওষুধ থেকে একটি ওষুধ আলাদা করা যাবে না। 

 রোগের নামে ৪/৫টি ওষুধের ব্যবহার যে বইটিতে রয়েছে তা হোমিওপ্যাথির নিয়ম মেনে লেখা কিনা? তা আমার প্রশ্ন নয়। আবার যারা রোগীর মুখে এক/দুটি কথা শুনে একটি ওষুধ দিয়ে দিচ্ছেন তাদের কাছেও আমার কোন প্রশ্ন নেই। 

* আমার প্রশ্ন শুধু তাদের কাছে, আমি যখন যে কোন লক্ষণে যে কয়টি ওষুধ রয়েছে তার তুলনা মূলক আলোচনা আলাদা ভাবে এক একটি বইতে দিতে শুরু করছি তার প্রতিবাদ যারা করেন তাদের কাছে। আপনারা আমার বইটির সমালোচনা করার আগে বইটি কি কারণে লিখেছি তা চিকিৎসকদের উপকারে আসবে না অপকার হবে তা আগে ভাবুন। নিজে না বুঝলে ফোন করুন, আমি চেষ্টা করবো এ বিষয়ে আপনাকে জানাতে। আমার প্রতিটি লেখায় আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে দয়া করে ফোন করুন তারপর বই সম্পর্কে যা খুশি লিখুন। 

* যারাই আমার লিখা ডিজিজ সিরিজ বইগুলি বিষয়ে এলোমেলো লিখছেন তাদের কোন দোষ নেই, কারণ আমাদের দেশে প্রথম ৫/১০ জন হোমিওপ্যাথিক চিকিৎসকের নাম লিখতে বললে যার নাম প্রথম দিকেই লিখবে। ওনাকে আমার লিখা উদরাময় বইটি উপহার দিয়েছি, তিনি বইটি কিছু সময় পড়ার চেষ্টা করে না বুঝে তা রেখে দিয়েছেন। আনুমানিক দেড় মাস পর ওনাকে ফোন করে জিজ্ঞেস করলাম স্যার উদরাময়ের বইটি কেমন হলো? তিনি সোজা জবাব দেন, এই বইটি আমি কিছুই বুঝিনি। ওনি যদি না বুঝেন, তাহলে একজন নবীন চিকিৎসকের এটা না বুঝাটাই স্বাভাবিক।  

পুনরায় স্যারকে বললাম, রাত ১টা হতে ৪টার মধ্যে রোগীর উদরাময়ের ওষুধ সোরিনাম রেপার্টরি বলেছে। এবার একটি বইয়ের নাম বলেন যে বইতে সোরিনামের উদরাময়ের লক্ষণ পাবো। স্যারের জবাব এমন বইয়ের নাম তো জানা নেই। 

তখন স্যারকে বললাম, আমার উদরাময়ের বইটি খুলে দেখেন সমগ্র পৃথিবীতে উদরাময়ে যত ওষুধ ব্যবহার করা হয় সবকয়টির তুলনামূলক আলোচনা করেছি। তিনি বইটি নিলেন এবং বললেন, আপনি যে ভাবে ভেবেছেন আমি সেভাবে চিন্তা করিনি।  


ডা. আহাম্মদ হোসেন ফারুকী 

মহাসচিব

হোমিওপ্যাথিক রাইটার্স অ্যাসোসিয়েশনের (HWA) 

Next Post Previous Post