আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ফ্রি হোমিওপ্যাথিক মেডিকেল সেবা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান  মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র ও নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে  মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র,আইয়ুব আলী সুপার মার্কেট, নাগরপুর বাজার প্রধান কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উভয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহা।মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও হোমিওপ্যাথিক চিকিৎসক মো. ছিদ্দিক মিয়া।

চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন,বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক ডা.এম.এ.মান্নানের নেত্বত্বে অত্র প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার  ডা. মো. কাউছার খাঁন, ডা. জহিরুল ইসলাম, ডা. হাসিনা আজমেরী। 

এসময় উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মো.আমজাদ হোসেন রতন, জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিট এর সাধারণ সম্পাদক মো. আজিজুর হক বাবু, ম্যানেজার(সার্বিক) হাফেজ মো. মাসুম বিল্লাহ সহ নাগরপুরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

এসময় প্রায় শতাধিক হতদরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের  মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Next Post Previous Post