হোমিওপ্যাথি বোর্ডের লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যাবলী সমূহ
০১. অর্ডিন্যান্স ১৯৮৩, রেগুলেশন ১৯৮৫-এবং কলেজ প্রতিষ্ঠা নীতিমালা-২০০৪ এর ধারা মোতাবেক হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অনুমোদন ও স্বীকৃতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
০২. ৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সের ১ম থেকে ৪র্থ বর্ষ (চূড়ান্ত) পর্যন্ত সকল বর্ষের একাডেমিক কার্যক্রম পরিচালনা ও ৬ মাসের ইন্টার্নী প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং পেশাগত পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ প্রদান করা।
০৩. রেজিষ্টার্ড হোমিওপ্যাথদের পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স, শর্ট কোর্স পরিচালনা করা ।
০৪. স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহের চিকিৎসা শিক্ষার মান, দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রম নিয়ন্ত্রন করা।
০৫. হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার প্রাতিষ্ঠানিক ও পেশাগত মান বৃদ্ধির লক্ষ্যে উন্নত একাডেমিক কার্যক্রম পরিচালনা করা।
০৬. অর্ডিন্যান্স এর ধারা অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কমিটি ও সাব-কমিটি গঠন করা।
০৭. হোমিওপ্যাথিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন ও সেমিনারের আয়োজন করা।
০৮. হোমিওপ্যাথিক ডিপ্লোমা (ডিএইচএমএস) কোর্স পরিচালনা এবং পরীক্ষা সমূহ গ্রহণ করা।
০৯. যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হোমিওপ্যাথিক চিকিৎসকদের চিকিৎসক রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা।
১০. হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিষয়ক গবেষণা কাজ পরিচালনা করা।
১১. হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর টেক্স-বুক প্রণয়ন ও প্রকাশ করা।
১২. হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন ধরনের পত্রিকা, বুলেটিন ও গবেষণাধর্মী সাহিত্য, প্রবন্ধ প্রকাশ ও প্রচার করা ।
১৩. হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মেধাবী শিক্ষক, চিকিৎসক ও ছাত্র/ছাত্রীদেরকে বিশেষ বৃত্তি, পুরস্কার এবং সম্মাননা পদক প্রদান এবং বিশেষ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করা।
১৪. স্বীকৃতিপ্রাপ্ত হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান সমূহে কর্মরত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা/কর্মচারী ও অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা।
১৫. হোমিওপ্যাথির উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করে যথাযথ ভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা।
সূত্র : বোর্ড কর্তৃক প্রণীত ডায়েরি ২০২১