সবুজ আন্দোলন সীতাকুন্ড শাখার কার্যালয় উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ
চট্টগ্রাম জেলার সমুদ্র তীরবর্তী উপজেলা সীতাকুণ্ড। জাহাজ ভাঙ্গা শিল্পের কারণে অর্থনৈতিক অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করেছে। কিন্তু অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত ব্যবসা ও কলকারখানা সম্প্রসারণের ফলে উপজেলার পরিবেশ বিপর্যয় চরম আকার ধারন করেছে। পরিবেশ বিপর্যয় রোধে সারা বাংলাদেশে কাজ করছে সবুজ আন্দোলন।
রবিবার (২২ জানুয়ারী) সবুজ আন্দোলন সীতাকুন্ড উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মদিনা মার্কেটের তৃতীয় তলায় " সীতাকুণ্ড উপজেলা কার্যালয় উদ্বোধন ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে সীতাকুণ্ড উপজেলা বিশেষ ভূমিকা রাখছে। খুব দ্রুত অপরিকল্পিত ভাবে জাহাজ ভাঙ্গা শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে। শিল্প কলকারখানার অপরিশোধিত তেল ও বর্জ্য সরাসরি সমুদ্রে গিয়ে মিশছে। যার ফলে জলজ প্রাণী বিলীন হচ্ছে দেখা দিয়েছে মাছের সংকট। জাহাজ ভাঙ্গা শিল্পের সাথে সম্পৃক্ত শ্রমিকরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়লেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর খুব বেশি ভূমিকা কিংবা তদারকি করছে না। সাধারণ জনগণ বায়ু দূষণ, পানি ও শব্দ দূষণে জর্জরিত, সবুজায়ন বিলুপ্ত হওয়ার পথে, স্থানীয় খাল ও নদী দখল ও দূষণের জর্জরিত, নির্বিকার প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশ বিপর্যয়ের এই ভয়াবহতা থেকে রক্ষা করার জন্য সীতাকুণ্ড উপজেলায় জনসাধারণেরকে সবুজ আন্দোলনের পক্ষ থেকে আন্দোলন জোরদার করার আহ্বান জানাচ্ছি।
উপজেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে ফিতা কাঁটা হয় পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুলের ব্যাগ, কাগজ কলম বিতরন করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন,সবুজ আন্দোলন সীতাকুণ্ড থানা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম, উপজেলার সদস্য সাবেক মহিলা মেম্বার নিলুফার ইয়াসমিন,মুহাম্মাদ রিজোয়ান,আরজি ছোটন,মুহাম্মাদ আ:মান্নান, জেরিন আক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)