মরণোত্তর সম্মাননা পেলেন প্রয়াত হোমিও চিকিৎসক ডা. আহমদ উল্লাহ ফারুক

ডি.এইচ.এম.এস ডক্টরস্ এসোসিয়েশনের পক্ষ থেকে  প্রয়াত হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আহমদ উল্লাহ ফারুককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। 

শুক্রবার (২০ জানুয়ারি)  কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি মিলনায়তনে  "ডি.এইচ.এম.এস ডক্টরস্ এসোসিয়েশন" চকরিয়া উপজেলা কতৃক আয়োজনে উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ আরিফুল মাওলা'র সভাপতিত্বে গুনী চিকিৎসক ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে গুণী হোমিওপ্যাথিক চিকিৎসক মরহুম ডা. আহমদ উল্লাহ ফারুকের বড় ছেলে হোমিওপ্যাথিস্ট তারেক কুতুবি ও মেজ ছেলে তুষার বিন ফারুকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের প্যানেল চেয়ারম্যান  ডা. শেখ মোঃ ইফতেখার উদ্দিন। 

সম্মাননা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া পৌর মেয়র জননেতা মোঃ আলমগীর চৌধুরী। 

এসময় ডা. শেখ মোঃইফতেখার উদ্দিন বলেন আমরা যেসব গুনী হোমিওপ্যাথিক চিকিৎসকগনকে হারিয়েছি তাঁদের শুন্যস্থান পুরন হবার নয়। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামানা করি এবং আমরা এ সম্মাননা দিতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডা. আহমদ উল্লাহ ফারুক এর প্রশংসা করে স্মৃতিচারণ করেন।  সেই সাথে গুণী চিকিৎসক সম্মামনা অনুষ্ঠান আয়োজন করার জন্য ডিএইচএমএস ডক্টরস্ এসোসিয়েশনের  প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এসময়  প্রধান আলোচক হিসাবে এসোসিয়েশনের মহাসচিব  ডাক্তার মোঃ ফারুক আহমেদ মজুমদার,  বিশেষ অতিথি হিসাবে চকরিয়া পৌর সভার প্যানেল মেয়র (২) মোঃ মুজিবুল হক মুজিব সহ এসোসিয়েশনের কেন্দ্র ও চট্টগ্রাম  বিভাগীয়/জেলা, এবং কক্সবাজার জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Next Post Previous Post