সিরাজগঞ্জের তাড়াশে নূর-সাথী হোমিও হলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
তাড়াশ উপজেলার নইপাড়তে হাউজ অফ মান্নান চেরিট্যাবল ট্রাস্টের অর্থায়নে এবং প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সার্বিক সহযোগিতায় শনিবার (২৪ ডিসেম্বর ২২) নুর-সাথী হোমিও হল এর স্বত্বাধিকারী ডা. মোঃ রাজু আহমেদ (রুবেল) শীতার্তদের মাঝে শীতকালীন উপহার (কম্বল) বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি জনসাধারণ ও ছাত্রে মাঝে ২০০ টি কম্বল বিতরণ করা হয় হয়। এতে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে চলছেন মোহাম্মদ আজিম, প্রচেষ্টা সবার জন্যর কর্ণধার শাহবাজ খান সানি, ওমর ফারুক, সৌরভ, মামুন বিশ্বাস, শিহাব, আজাহার আলী, লিটন প্রমুখ।
অনুষ্ঠান শেষে এখন পর্যন্ত এলাকার ৯টি গ্রামে আমশড়া, ক্ষিদ্রশিমলা, আগোরপুর, রৌহাদহ, চুনিয়াখাড়া, নলুয়াদিঘী, ঘুগাট,মালতিনগড়, নইপাড়তে বয়স্ক দুস্থ অসহায় বিধবা ও প্রতিবন্ধী অসহায় শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।
এছাড়াও হাফিজিয়া মাদ্রাসা গুলোতেও কম্বল পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান। এমন কার্যক্রম কতদিন চলবে বললে ডা. রাজু জানান শীতকালীন সময়ে এমন কার্যক্রম চলমান থাকবে এ পর্যন্ত ২৭৫ টি কম্বল বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানের শুরুতে দাতা, দেশবাসী ও প্রবাসীসহ মুসলিম জাহানের সকলের কল্যাণ কামনায় দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।