হোমিওপ্যাথিক রাইটার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেইজের এক পোস্ট থেকে বিষয়টি জানাযায়। পোস্টে বলা হয় সোমবার (৫ ডিসেম্বর) রাত ১০ টায় এক অনলাইন মিটিংয়ে হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে ডা. নাজির হোসেন এবং মহাসচিব হিসেবে ডা. আহাম্মদ হোসেন ফারুকীসহ নব গঠিত কার্যকরি কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
এর আগে হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশনের সদস্যদের সবাইকে বলা হয় নিজের মতো করে একটি কমিটি তালিকা করে ডা. অপরেশ কুমার ব্যানার্জীর নিকট জমা দিতে। নির্দিষ্ট সময়ে জমা দেওয়া তালিকাগুলোর ভিত্তিতে ডা. অপরেশ কুমার ব্যানার্জী একটি কার্যকরি কমিটি তৈরি করেন।
এরপর সোমবার (৫ ডিসেম্বর) রাতে এক অনলাইন মিটিংয়ে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী এই কমিটি ঘোষণা করেন।
নিম্নে কমিটি তালিকা প্রকাশ করা হলো
ক. উপদেষ্টা
১. চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড (পদাধিকারবলে)
২. মহাপরিচালক, বাংলা একাডেমি (পদাধিকারবলে)
৩. ড. অপরেশ কুমার ব্যানার্জী, ফেলো. বাংলা একাডেমি
৪. ডা. আশিষ শঙ্কর নিয়োগী, সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
৫. ডা. মোঃ কায়েম উদ্দিন, সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
৬. অধ্যক্ষ ডা. আবদুল করিম, হোমিওপ্যাথিক গবেষক
ও লেখক, সাবেক সদস্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড
৭. অধ্যক্ষ ডা. সালেহা খাতুন, অধ্যক্ষ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
৮. ডা. এম. এন. আলী, অধ্যাপক জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট
৯. ডা. এ. কে. এম. রুহুল আমিন, প্রভাষক বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
১০. ডা. রেজাউল করিম, হোমিওপ্যাথিক গবেষক ও লেখক।
খ. সভাপতি: ডা. মোঃ নাজির হোসেন
১. সহ-সভাপতি: অধ্যাপক ডা. এম. এ. রাজ্জাক
গ. মহাসচিব: ডা. আহাম্মদ হোসেন ফারুকী
১. যুগ্ম-মহাসচিব: ডা. এ. আলম হোসাইনী
২. যুগ্ম-মহাসচিব: ডা. মো. কামরুল ইসলাম (তুহিন)
ঘ. সাংগঠনিক সম্পাদক: ডা. শফিকুল ইসলাম
১. সহ-সাংগঠনিক সম্পাদক: ডা. ইয়াকুব আলী সরকার
ঙ. প্রচার সম্পাদক: ডা. মোঃ জাহিদুল ইসলাম
১. সহ-প্রচার সম্পাদক: ডা. মো. মোস্তাফিজুর রহমান
২. সহ-প্রচার সম্পাদক: ডা. এ. কে. দাস (অঞ্জন কুমার দাস)
চ. দপ্তর সম্পাক: ডা. আনাছ বিন ইসলাম
১. সহ-দপ্তর সম্পাদক: ডা. আমেনা আক্তার আরিফা
ছ. বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. আব্দুল হালিম ঋপন
১. সহ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক: ডা. সামিউল আতিক
জ. পাঠাগারবিষয়ক সম্পাদক: ডা. মোঃ নিজাম উদ্দিন
ঝ. প্রকাশনা সম্পাদক: ডা. রোকেয়া বেগম
১. সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক: ডা. রাবেয়া মির্জা
২. সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোঃ এ কে এম শরীফ
ঞ. অর্থবিষয়ক সম্পাদক: ডা. আব্দুর রহমান সজীব
১. উপ-অর্থবিষয়ক সম্পাদক: ডা. বাকী বিল্লাহ
ট. শিক্ষাবিষয়ক সম্পাদক: ডা. আব্দুল আলিম
১. সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক: ডা. মাহাবুবুর রহমান
২. সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক: ডা. শাহানা আক্তার
ঠ. সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. তপন বাড়ৈ
১. সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: ডা. বিলকিস আক্তার শিউলি
ড. মহিলাবিষয়ক সম্পাদক: ডা. সাহিদা নাসরিন
১. সহ-মহিলাবিষয়ক সম্পাদক: ডা. ফারজানা আক্তার
২. সহ-মহিলাবিষয়ক সম্পাদক: ডা. লাবণী আমিন
ঢ. আইটিবিষয়ক সম্পাদক: ডা. এম. আনসার উদ্দীন
সদস্য :
১. ডা. মোহা. আশরাফুল হক
২. ডা. মো. ঈমান আলী
৩. ডা. মো. আবদুল খালেক খান
৪. ডা. হুমায়ূন বিশ্বাস
৫. ডা. রাতুল মাহমুদ
৬. ডা. শাহীন মাহমুদ
৭. ডা. মো. শেখ ফরিদ
৮. ডা. মোঃ সেরাজুল হক
৯. অধ্যাপক ডা. রনজিত কুমার ঘোষ
১০. ড. মূসা আহমেদ।