কেন এলোপ্যাথি এতোটা জনপ্রিয়? এর প্রয়োজনীয় কতোটুকু?
পুরাতন প্যাথি (এলোপ্যাথি ) প্রয়োজনীয় কতোটুকু?
আলোচনায় :
বাংলায় হোমিওপ্যাথির স্বরুপ উন্মোচনকারী লেখক
ডা. রেজাউল করিম
আন্তর্জাতিক হোমিওপ্যাথিক গবেষক ও লেখক
৫০ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথ
Soon, however, the public became convinced that the suffering of the sick increased and heightened with the introduction of every one of these systems and methods of cure if followed exactly. Long ago these allopathic physicians would have been left had it not been for the palliative relief obtained at times from empirically discovered remedies whose almost instantaneous flattering action is apparent to the patient and this to some extent served to keep up their credit.
সূত্র-৫৫, শীঘ্রই, যাহোক, জনগণ বুঝতে পেরেছিল যে, এসকল পদ্ধতির যে কোনোটি প্রয়োগেই রোগীর কষ্ট বৃদ্ধি পায় এবং চরমে পৌঁছে যদি আরোগ্য পদ্ধতিসমূহ ঠিকঠাকভাবে পালিত হয়। এ সকল অ্যালোপ্যাথিক চিকিৎসকগণকে অনেক আগেই পরিত্যাগ করা হতো যদি প্রথাগতভাবে আবিষ্কৃত ঔষধগুলো থেকে সময় সময় সাময়িক উপশম অর্জিত না হতো, যার প্রায় তৎক্ষণাৎ মুগ্ধকর ক্রিয়া রোগীর কাছে সহজবোধ্য এবং তা অনেকাংশে তাদের মান রক্ষা করে।
ব্যাখ্যা:- প্রাক- হোমিওপ্যাথিক যুগে যে সমস্ত চিকিৎসাপ্রণালী আবিষ্কৃত হয়েছে তার কোনোটিই জনগণের কাছে গ্রহণযোগ্য হয় নি। জনগণ শীঘ্রই সে সকল পদ্ধতির কুফল বুঝতে পেরেছেন। ঐসব পদ্ধতি মোতাবেক যে সব রোগীর চিকিৎসা করা হয়েছে তাদের রোগযন্ত্রণা আরো বৃদ্ধি পেয়েছে এবং ঐ সকল পদ্ধতি প্রয়োগে যত বেশি দিন রোগীর চিকিৎসা করা হয়েছে এবং যত বেশি ঠিকঠাকভাবে বিধান পালন করা হয়েছে রোগীদের তত বেশি ক্ষতি হয়েছে। ভাল কোনো পদ্ধতির অভাবে রোগীরা সাময়িক উপশমের লক্ষ্যে ঐ সব পদ্ধতি গ্রহণ করেছেন।
হ্যানিম্যান দেখেছেন যে প্রথাগত কিছু কিছু ব্যবস্থা আছে যদ্দারা রোগের জরুরী অবস্থায় সাময়িক উপশম লাভ হয়। তিনি দি লেসার রাইটিংস এ "The Medicine of Experience" শিরোনামে ৪৬৩ পৃষ্ঠায় লিখেছেন যে, "Thus, to give an example of negative (Palliative) medicines, a hand very much benumbed by cold, will soon be restored in the atmosphere of a warm room (for example of 80° Fahr. at a distance from the stove). This moderate degree of warmth is efficacious in this case as an agent of antagonistic tendency to the numbness from the cold, that is to say, as a palliative; but its employment is not attended with any particular bad effects, because the dose is not too strong and the remedy need only be used for short time, in order to remove the moderate and rapidly produced morbid state it is wished to cure.
A robust man, much over-heated, will soon recover in a moderately cool atmosphere (about 65° Fahr). Without experiencing any appreciable disadvantage from this palliative; but if immediately after being so over-heated he has to stand for an hour in a cold river he will either fall down dead, or be affected by the most dangerous typhus.
A burnt part will be alleviated in a palliative manner by cool water, but will become sphacelated if ice be applied to it.
And the same is the case with internal remedies also. If a girl, excessively over-heated by dancing, swallow a quantity of ice, every one knows what usually ensues.-and yet a small tablespoonful of cold water or a minute quantity of ice would not do her any harm, although it is same palliative, only in a smaller dose. But she would be certainly and permanently cured, even though excessively over-heated; if she were to chose a small, appropriate dose of a remedy whose primary effect is analogous (Curative) to the state she is in; for instance, if she should drink a little very warm tea mixed with a small portion of heating spirituous liquor, (rum, arrack or the like), in a moderately heated room, walking quickly about ;-but a large glass of alcoholic liquor would, on the other hand, throw her into a high fever."
অর্থাৎ, "এভাবে (নেতিবাচক) উপশমকারী ঔষধের দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে, ঠাণ্ডায় কোনো হাত খুব বেশি অবশ হয়ে গেলে গরম গৃহের আবহাওয়ায় শীঘ্রই আরোগ্য হবে। ঠান্ডা থেকে অবশতার ক্ষেত্রে বিপরীত ক্রিয়াশীল ঔষধ হিসাবে এ স্বাভাবিক তাপমাত্রা উপকারী হয়, অর্থাৎ উপশমকারী হয়, কিন্তু এর প্রয়োগে বিশেষ কোনো মন্দ ফল সংঘটিত হয় না, কারণ মাত্রাটি উগ্র নয় এবং ব্যবস্থাটি ক্ষণিকের জন্য আবশ্যক হয় সহনীয় এবং দ্রুত উৎপন্ন রুগণ অবস্থা দূর করার লক্ষ্যে। একজন স্বাস্থ্যবান ব্যক্তি অতিরিক্ত গরমবোধ করার পর স্বাভাবিক শীতল আবহাওয়ায় (প্রায় ৬৫° ফারেনহাইট তাপমাত্রায়) শীঘ্রই আরামবোধ করবে, এরূপ উপশম থেকে লক্ষণীয় কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি এভাবে গরম লাগার সঙ্গে সঙ্গে শীতল নদীতে এক ঘণ্টা তার অবস্থান করতে হয়, তাহলে সে মারা যাবে অথবা মারাত্মক টাইফাস জ্বরে আক্রান্ত হবে।
এ উপশমকারী প্রণালীতে শীতল জলে অগ্নিদগ্ধ অঙ্গ উপশম লাভ করবে, কিন্তু যদি তাতে বরফ প্রয়োগ করা হয় তাহলে পচন সৃষ্টি হবে।
আভ্যন্তরীণ ঔষধের ক্ষেত্রে ঐ একই কথা। একজন বালিকা নাচতে নাচতে ভীষণ গরমবোধ করার পর যদি বরফ সেবন করে তাহলে তার ফল কি হবে তা সকলেই জানেন, – তবে সামান্য এক চামচ ঠান্ডা জল অথবা কিঞ্চিৎ পরিমাণ বরফ তার কোনো ক্ষতি করবে না, যদিও তা একইরূপ উপশমকারী, তবে খুব অল্প মাত্রায় দিতে হয়। কিন্তু সে নিশ্চিত ও স্থায়ীভাবে আরোগ্য হবে, এমন কি খুব বেশি গরমবোধ করার পর, সে যদি অল্প ও যথার্থ মাত্রায় এমন কোনো ঔষধ গ্রহণ করে যার মুখ্য ক্রিয়া তার বর্তমান অবস্থার সদৃশ হয় (আরোগ্য সহায়ক); যেমন পরিমিতভাবে উত্তপ্ত গৃহে দ্রুত বিচরণের পর সে যদি সামান্য মদ মিশ্রিত গরম চা অল্প পরিমাণে পান করে (ক্ষুদ্র মাত্রা), তাহলে তা সদৃশ এবং ক্ষুদ্র মাত্রার দরুণ আরোগ্যসহায়ক হবে; কিন্তু বড় একগ্লাস (বৃহৎমাত্রা) সুরা পান, পক্ষান্তরে, তাকে উচ্চ তাপবিশিষ্ট জ্বরে পীড়িত করবে।”
এ-ভাবেই প্রথাগতভাবে প্রচলিত আছে জ্বরের উচ্চ তাপের সময় মাথায় ঠান্ডা পানি দেওয়ার বিধান, দৈহিক পানি সংকটে লবণ জল সেবন ইত্যাদি সাময়িক উপশমকারী ব্যবস্থা।
তবে এ-সকল উপশমকারী ব্যবস্থার সাময়িক ফল রোগীর কাছে খুব স্পষ্ট ও সহজবোধ্য। ফলে এ-সকল বিপরীত প্রণালীর চিকিৎসা এখনো টিকে আছে। কোনো-কোনো অচির রোগে জরুরী অবস্থায় আর উপশমকারী অ্যালোপ্যাথিক চিকিৎসা অপরিহার্য হয়ে পড়ে। অতএব এ-চিকিৎসাপ্রণালীকে সম্পূর্ণ বাদ দিয়ে রোগীদের জরুরী অবস্থা মোকাবিলা করা সম্ভব নয়।
আলোচনা নোট ও প্রচারে :
ডা. এম আল মামুন
ডিএইচএমএস, ঢাকা।