টাংগাইলে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
শুক্রবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. শামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মাসুদ তালুকদার ও সদস্য ডা. সেলিম হোসেনের যৌথ পরিচালনায় উক্ত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান সেমিনার ও সাধারন সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুক এলাহী। উনার আলোচনার বিষয় ছিলো "সার্জিক্যাল ও আপাতঃ সার্জিক্যাল রোগাবস্থায় হোমিওপ্যাথিক করণীয়". (Homeopathic approach to surgical/ apparently surgical diseases)।
উক্ত বিজ্ঞান সেমিনার ও সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ঢাকা বিভাগীয় মেম্বার ও টাঙ্গাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় সহ সভাপতি ডা. মো. নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ডা. সুকল্যাণ সরকার, হ্যানিম্যান মেমোরিয়াল একাডেমির সহ সভাপতি ডা. শাহেদুল ইসলাম খান, বাহোপ নাগরপুর উপজেলা সভাপতি ও মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান প্রমুখ।