বিএইচএমএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডাঃ জাহাঙ্গীরকে মেধাবী সম্মাননা
ডিএইচএমএসদের বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে বিএইচএমএস ভর্তি পরীক্ষায় রাজশাহী বিভাগ থেকে ডাঃ জাহাঙ্গীর বিন আশরাফি (জাহাঙ্গীর আলম) প্রথম স্থান অধিকার করেন।
বিএইচএমএস ভর্তি পরীক্ষায় রাজশাহী বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করায় ডাঃ জাহাঙ্গীর বিন আশরাফিকে মেধাবী সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটির উদ্দোগে আয়োজিত পাবনায় বিজ্ঞান সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ তার হাতে মেধাবী সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অতিথি ও আলোচকগন ডা. জাহাঙ্গীর বিন আশরাফি (জাহাঙ্গীর আলম) এর সাফল্যতার প্রশংসা করেন। এবং আগামীতে হোমিওপ্যাথি তথা মানবতার কল্যানে অবদান রাখবেন বলে আশা রাখেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৮ ঘটায় কাশিনাথপুর কলেজিয়েট গার্লস হাইস্কুলে হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটির উদ্বোগে "হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার ২০২২” অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করনে : ডা. মো: নজরুল ইসলাম খান, সভাপতি হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আলী আকবর খান, উপদেষ্টা হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন ডা. মো. জাহাঙ্গীর আলম। উনার আলোচ্য বিষয় ছিলো আন্ডারস্ট্যান্ডিং সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) রিপোর্ট ।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন ডা. মো. নাজমুল হক সরকার। উনার আলোচ্য বিষয় ছিলো ফুড এ্যান্ড নিউট্রিশন ।
উপস্থাপনায় ছিলেন ডা. পি এম মান্নান, শিক্ষা, গবেষণা ও পরিকল্পনা সম্পাদক 'হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি'
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আবু সাইদ, উপদেষ্টা হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি, ডা. মো. আব্দুল খালেক খান (সহ সভাপতি হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি), ডা. মো. মোস্তাক আহম্মেদ ( সহ সভাপতি-২ হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি), ডা. মো. আনোয়ার হোসেন (শাহিন), যুগ্ম সাধারণ সম্পাদক, হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি' ও ডা. মো. আল আমিন, প্রভাসক শহিদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন ডা. মো. নাসির উদ্দিন, 'সভাপতি হোমিওপ্যাতিক ডক্টরস পয়েন্ট (কেন্দ্রিয় কমিটি)'। উনার আলোচ্য বিষয় ছিলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ফর সেক্সচুয়াল ডেবিলিটি)।
বিশেষ আলোচক : ডা. মো. শাহনেওয়াজ খান, সাধারণ সম্পাদক 'হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি'। আলোচ্য বিষয় : মায়াজম।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন ডা. টি. আই. খান, সেক্রেটারী হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্ট (কেন্দ্রিয় কমিটি)। আলোচ্য বিষয় : রিপোর্ট এনালাইসিস।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি' এবং ডা. মেহেদী হাসান মুনসুর, সহ-সাংগঠনিক সম্পাদক 'হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি'।
অনুষ্ঠান তত্তাবধায়নে ছিলেন ডা. হাদিউল হোসেন (মোহিদ), ডা. সজল কুমার সাহা। অফিস/দপ্তর সম্পাদক, মো. মেহেদী হাসান, সহ প্রচার সম্পাদক 'হোমিওপ্যাথিক মেডিকো সোসাইটি'।