অধ্যক্ষ ডাঃ হুমায়ুন কবিরের স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল

 ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও নলিনী দাস হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মরহুম ডাঃ মোঃ হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায় কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ নভেম্বর) ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও নলিনী দাস হাসপাতাল মিলনায়তনে মরহুম অধ্যক্ষ ডাঃ মোঃ হুমায়ুন কবিরের স্বরণে কুরআন খানি, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত কুরআন খানি, শোক সভা ও দোয়া মাহফিলে কলেজের অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও নলিনী দাস হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ হুমায়ূন কবির চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ অক্টোবর (সোমবার) দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজেউন।

খ্যাতিমান এই হোমিও চিকিৎসকের মৃত্যুতে আমরা All Homoeo Info পরিবার গভীরভাবে শোকাহত । সর্বোপরি আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি ।

Next Post Previous Post