ডিএইচএমএস কোর্সে ভর্তির সময় আবারও বাড়লো
রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ডা. মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
ডিএইচএমএস কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির সময়সীমা বর্ধিত করণ প্রসঙ্গে প্রেরিত বিজ্ঞপ্তিতে বলাহয়, উপরোক্ত বিষয় ও সূত্রের পরের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহে ডিএইচএমএস কোর্সের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রী ভর্তির সময়সীমা বিলম্ব ফি সহ অর্থাৎ ৭০০/- (সাতশত) টাকা হারে ছাত্র/ছাত্রী ভর্তির (অটোমেশন ও ম্যানুয়েল) আগামী ৩১-১২-২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত করা হ'ল। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট্-এর তারিখ ০৫-০১-২০২৩ এবং বোর্ডে পৌঁছানোর সর্বশেষ তারিখ ১২-০১-২০২৩ তারিখ পর্যন্ত। নির্দিষ্ট তারিখের পর কোন অবস্থাতেই বোর্ড কর্তৃক কোন ফরম ও ব্যাংক ড্রাফ্ট গ্রহন করা হবে না।