প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হোমিওপ্যাথিক বই মেলা

এম.এ.মতিন || বাংলাদেশে এই প্রথম হোমিওপ্যাথিক লেখক সম্মিলনী ও বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বাংলাদেশে এই প্রথম হোমিওপ্যাথিক লেখক সম্মিলনী ও বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

শিখবো শেখাবো এ স্লোগানকে সামনে রেখে  হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে দুই দিন ব্যাপি বই মেলা ২০২২ আয়োজন করা হয়েছে। 

আগামী ১৮ ও ১৯ নভেম্বর (শুক্র ও শনিবার) দিন বাংলা একাডেমিতে হোমিওপ্যাথিক লেখক সম্মিলনী ও বই মেলা অনুষ্ঠিত হবে।

দেশে প্রথমবারের মতো হোমিওপ্যাথিক লেখক সম্মিলনী ও বই মেলা ঘোষণা হওয়ায় হোমিওপ্যাথিক ছাত্র,  চিকিৎসক, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। সবাই প্রহর গুনছেন হোমিওপ্যাথিক বইমেলার দিনের জন্য। 

হোমিওপ্যাথিক রাইটার্স এসোসিয়েশনের আহ্বায়ক ডা. আহম্মদ হোসেন ফারুকী এসোসিয়েশনের সকলকে  আগামী ৫/১১/২০২২ তারিখের মধ্যে লেখকদের জীবন বৃত্তান্ত ও বইয়ের বিবরণী এবং ধার্যকৃত টাকা দ্রুত জমা দেওয়ার অনুরোধ করেন। সেইসাথে হোমিওপ্যাথিক ছাত্র, চিকিৎসক, লেখক ও পাঠকদের উপস্থিতি হওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানান।

উল্লেখ্য, উক্ত মেলায় শুধু মাত্র বাংলাদেশী লেখকদের বই পাওয়া যাবে। সেই সাথে মেলায় সকল বইয়ে ৫০% ছাড় চলবে।

Next Post Previous Post