বিশিষ্ট হোমিও অনুরাগী মরহুম আইয়ূব আলী’র স্বরণে দোয়া মাহফিল
মরহুম আইয়ূব আলীর রুহের মাগফিরাত কামনায় সোমবার (১৪ নভেম্বর) নাগরপুর’স্থ মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডা.এম.এ.মান্নান, ডা.কাউছার খাঁনসহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক, সাংবাদিক ও নাগরপুর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি বিশেষ এই অনুরাগী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ‘মরহুম আইয়ূব আলী’ মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ডা.এম.এ. মান্নানের দাদা। মরহুম আইয়ূব আলী ২০১০ সালের ৩১ অক্টোবর নাগরপুরের ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে মরহুম আইয়ূব আলীর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।