চির নিদ্রায় শায়িত হলেন অধ্যক্ষ ডাঃ কামারুজ্জামান ভূঞা
অধ্যাপক ডাঃ কামারুজ্জামান ভূঞা বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষক সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পদে তিনি কর্মরত ছিলেন।
ছাত্রজীবন থেকেই তোখর মেধাবী কিংবদন্তি এই হোমিওপ্যাথিক চিকিৎসক সাধারণ শিক্ষার পাশাপাশি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বেরসাথে হোমিওপ্যাথির সর্বোচ্চ ডিগ্রী বিএইচএমএস পাশ করেন।
টানা ৬দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার সময় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
জানাজা শেষে পারিবারিক কবরস্থনে বাবার কবরের পাশে কিংবদন্তি এই হোমিওপ্যাথিক চিকিৎসককে চির নিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গুনী এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যুতে দেশের হোমিওপ্যাথিক সমাজে শোকের ছায়া বিরাজ করছে।