পেশার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব : রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম
এরইমধ্যে বোর্ড রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুধবার (১২ অক্টোবর) প্রসঙ্গ এনে উনার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। তা হুবহু তুলে ধরা হলো...
প্রসঙ্গঃ ডিএইচএমএস পরীক্ষা হোমিওপ্যাথির উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে, পেশাগত যোগ্যতা অর্জনের ভিত্তিতে ডাঃ (ডাক্তার) হিসাবে রাষ্ট্রিয় মর্যাদা- সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের সকলকে নিজ নিজ কর্মক্ষেত্রে ন্যায়-নীতি ও বিধি-বিধান মোতাবেক দায়িত্ব ও কর্তব্য পালনে স্বচেষ্ট থাকা বাঞ্ছনীয়।
তিনি আরও লিখেন, সরকার তথা রাস্ট্রের কাছে কিছু পেতে হলে পেশাগত দক্ষতা আর সংশ্লিষ্ট ক্ষেত্রের সকল নিয়মাবলী যথাযথ ভাবে অনুসরণ করা উচিৎ।
অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
পেশার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আর কত, অনেক হয়েছে।। সাধুসাবধান!!!
উল্লেখ্য, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে সোমবার (১০ অক্টোবর) থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা। চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।