চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন সুইডেনের সাভান্তে পাবো

 চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেলেন সুইডেনের জিনবিজ্ঞানী সাভান্তে পাবো। মানব বিবর্তন এবং বিলুপ্ত মানব প্রজাতির জিন নিয়ে গবেষণার জন্য তাকে এ পুরস্কারে মনোনিত করা হয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সাভান্তে পাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে তাকে।

অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারাবিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা হবে। সে হিসেবে আজ ঘোষণা করা হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।

১০ অক্টোবর (সোমবার) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

Next Post Previous Post