টাংগাইলের মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন ভারতীয় হোমিও চিকিৎসক

 টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন ভারতের আসামের বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট ডা.আ.মতিন আহমেদ।

রোববার (৯ অক্টোবর) সকালে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন ভারতীয় এই বিশেষজ্ঞ চিকিৎসক। এসময় উপস্থিত ছিলেন টাংগাইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.মো.তোফাজ্জল হোসেন ও ডা.মো.মাহবুবুর রহমান (মজনু)।

পরিদর্শন কালে ডা.আ.মতিন বলেন, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করে গর্বিত মনে করছি কারন এই চিকিৎসা কেন্দ্র একটি আর্দশ ও সেরা হোমিওপ্যাথিক ক্লিনিক। আমি এই প্রতিষ্ঠানের জন্য সফলতা ও উন্নিত কামনা করি। 

পরিদর্শন বিষয়ে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান বলেন ভারতের এত বড় বিশেষজ্ঞ চিকিৎসক আমার চেম্বার পরিদর্শন করায় মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি আমার চেম্বার ও নাগরপুরবাসীর পক্ষ থেকে ডা.মতিন ভাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। 

উল্লেখ্য- ডা.আ.মতিন ভারতের আসামের স্থায়ী বাসিন্দা। তিনি নিয়মিত ভারতের আসামের বরপেটা ও এমবি রোডে অবস্থিত হোমিও হেলথ ক্লিনিকে রোগী দেখেন।

Next Post Previous Post