ডিসেম্বরে ক্যাশ বাংলাদেশের আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার
মেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) বাংলাদেশের অষ্টম আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার ২০২২ আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনারের ভেনু হিসেবে নির্ধারণ করা হয়েছে রাজধানী ঢাকার কাকরাইল’স্থ আইডিইবি ভবন।
আইডিইবি ভবনের এই আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, জাপান, জার্মান, ফিলিপাইন, চীনসহ কয়েকটি দেশের ডাক্তার ও চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।
বিজ্ঞান সেমিনারে অংশ নিতে বাংলাদেশী হোমিওপ্যাথি ডাক্তার/ডেলিগেটদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য ক্যাশ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশী কোন ডাক্তার বিজ্ঞান সেমিনারে বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করতে চাইলে তাদের প্রবন্ধ আগামী ২৫ অক্টোবরের মধ্যে ক্যাশ বাংলাদেশের অফিসে পাঠানোর জন্য বলা হয়।
ঠিকানা সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ-বাংলাদেশ), রহমান ম্যানশন, রুম নং-৪ (নিচতলা), ১/১ কমলাপুর রাজার রোড, ঢাকা ১২১৭।