হোমিওপ্যাথিতে আমি নেতা হতে আসিনি
এখানে সহজে জনগনের সাথে মিশা যায়। আমার ক্যারিয়ার সহায়ক হিসাবে হোমিওপ্যাথিতে আসা। বিশ্বাস করুন, আমি হোমিওপ্যাথিতে নেতা হতে আসিনি। কখনও হোমিওপ্যাতিতে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে ছিলোনা, ভবিষ্যতেও নেই।
সংগঠন করার ইচ্ছেও ছিলো না। আপনাদের ভালো লেগেছে কোন ব্যক্তিপূজা দেখিনাই বলে সহায়তা করা শিক্ষা নেওয়ার ছিলো আমার উদ্দেশ্য।
তবে হোমিওপ্যাথিতে আসার পর সৎ নেতৃত্বের অভাব এবং শিক্ষার মান দেখে হতাশ হয়েছি। সেই সাথে হিংসা-বিদ্বেষ যা বলার মতো না।
আশার বানী হলো কিছু ভালো মানুষের সাথেও পরিচয় হয়েছে। আপনারা আসুন। ভবিষ্যতে আমরা সৎ নেতৃত্ব তৈরি করতে পারবো।
আগেই বলছি আমার ক্যারিয়ারের সহায়ক হোমিওপ্যাথি, নেতা হওয়ার উদ্দেশ্য না। আমি সহায়ক হিসাবে থাকবো। আপনারাই নেতৃত্ব দিবেন।
আসুন সৎ নেতৃত্ব খুঁজে আমাদের চারপাশে থাকা অগনিত হোমিওপ্রেমীর সমন্বয়ে আরো দৃঢ় স্বরে বলে উঠি, আমরা জাগবোই। ইনশাআল্লাহ্।