বীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
‘হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন প্রতিদিন’ এই শ্লোগানকেমসামনে রেখে বীরগঞ্জ হোমিওপ্যাথিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
শনিবার (২৯ অক্টোবর) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ ভবনে এলাকাবাসীর আয়োজনে বীরগঞ্জ হোমিওপ্যাথিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে বীরগঞ্জ হোমিওপ্যাথিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকগণ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে অতিথিরা বলেন, মানুষের সেবায় সবসময় হোমিওপ্যাথিক চিকিৎসাগণ কাজ করে যাচ্ছেন। অতিথিরা আরও বলেন, শুধু মোহনপুর ইউনিয়ন বা বীরগঞ্জ উপজেলা নয়, পুরো দিনাজপুর জেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান। তারা সবসময় এমন মহতী উদ্যোগের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
এলাকাবাসী ডাক্তারের পরামর্শের পাশাপাশি ফ্রি ঔষধ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে বীরগঞ্জ হোমিওপ্যাথিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের এই সেবামূলক কার্যক্রম যেন প্রতিবছর চালু থাকে সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।