ডিএইচএমএস পরীক্ষা কেন্দ্রের নকল প্রতিরোধে বোর্ডের ই-নোটিশ

 ডিএইচএমএস পরীক্ষা কেন্দ্রের নকল প্রতিরোধে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে অনলাইনে (ফেসবুকে) প্রকাশিত ই-নোটিশ টি নিম্মে হুবহু তুলে ধরা হলো। 

বিশেষ  ই-নোটিশঃ

বিষয়ঃ পরীক্ষার হলে নকল ও অসদুপায় অবলম্বন কার্যক্রম প্রতিরোধ/বন্ধকরণ প্রসঙ্গে।


সূত্রঃ বাহোবো/ প্রশা-৪৯/ কেন্দ্র পরিদর্শন/ ২০২২/ ৯০৩(১৪৮),

তারিখ - ১২/১০/২২ খ্রীঃ

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকার ও বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সমূহের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ডিএইচএমএস পরীক্ষা-২০২১ এর কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান ডিএইচএমএস পরীক্ষার কিছু কিছু কেন্দ্র ও হলে পরীক্ষার্থীগন কর্তৃক নকলসহ অসদুপায় অবলম্বন করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে উপযুক্ত প্রমানসহ অভিযোগ উত্থাপিত হয়েছে, তাছাড়াও মন্ত্রণালয়ের উর্দ্ধোতন কর্মকর্তাগন, বোর্ডের চেয়ারম্যান মহোদয় ও দায়িত্বপ্রাপ্ত বোর্ড সদস্যগন/বোর্ড কর্মকর্তাগনও সরেজমিনে কেন্দ্র পরিদর্শনের সময়ে বিষয়টির সত্যতার প্রমান পেয়েছেন, যা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির জন্য মারাত্মক হুমকি স্বরুপ। পরীক্ষার হলে এহেন অবস্থা ও পরিবেশ কোন অবস্থাতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।

এমতাবস্থায়, হোমিওপ্যাথিক চিকিৎসা-শিক্ষা ব্যবস্হার ভবিষ্যৎ চিন্তা করে, পেশাগত সম্মান ও উন্নয়ন রক্ষাকল্পে সংশ্লিষ্ট সকলকে সম্পূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে ডিএইচএমএস পরীক্ষা আয়োজন ও বাস্তবায়নের বিষয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার জন্য পূনরায় অনুরোধ করা গেল। 

অন্যথায়, দায়িত্বে অবহেলার কারনে  পরীক্ষা কেন্দ্র বাতিলসহ সংশ্লিষ্ট অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকগনের বিরুদ্ধে বোর্ড কর্তৃক বিধি-বিধান মোতাবেক শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান মহোদয়ের সম্মতি রয়েছে। 


নির্দেশক্রমে-

ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম 

রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি 

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 


কপি বিতরণ (জ্ঞাতার্থে ও কার্যার্থে) জৈষ্ঠ্যতার ভিত্তিতে নয়ঃ

১) জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব/আইসিটি ও শিক্ষা/সার্বিক)/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট/উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, ডিএইচএমএস পরীক্ষা কেন্দ্র পরিচালনা কমিটি/২০২১ (সকল)।

২। সচিব মহোদয়ের একান্ত সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

৩) বোর্ড সদস্যবৃন্দ।

৪) অফিস ই-নথি।

Next Post Previous Post