ডাক্তার সামাদ চৌধুরী’র মৃত্যুতে হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনের শোক

 পাবনা জেলার সুজানগর উপজেলার সুজানগর বাজারের সুপরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সামাদ চৌধুরী বুধবার (১৯ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটের সময় ঢাকা’র একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

ডাঃ সামাদ চৌধুরী দীর্ঘদিন যাবত মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর। 

মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে এলাকার হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুম ডাঃ সামাদ চৌধুরী’কে ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়। 

এক শোকবার্তায় হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনের পক্ষে রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি মোহাম্মদ আবদুল মতিন সরকার বলেন, ডাঃ মোহাম্মদ সামাদ চৌধুরী চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ সেবায়ও সক্রিয় ছিলেন। আমরা একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ও গুনি ব্যক্তিকে হারালাম। 

আবদুল মতিন সরকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম ডাঃ সামাদ চৌধুরী ভবানীপুর গোরস্থান এতিমখানা ও মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি গ্রামের অসহায় দুঃস্থ মানুষের সেবায় আমৃত্যু নিয়োজিত ছিলেন।

Next Post Previous Post