ডাক্তার সামাদ চৌধুরী’র মৃত্যুতে হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনের শোক
ডাঃ সামাদ চৌধুরী দীর্ঘদিন যাবত মরণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।
মরহুমের নামাজে জানাজা বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে এলাকার হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুম ডাঃ সামাদ চৌধুরী’কে ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়।
এক শোকবার্তায় হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনের পক্ষে রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি মোহাম্মদ আবদুল মতিন সরকার বলেন, ডাঃ মোহাম্মদ সামাদ চৌধুরী চিকিৎসা সেবার পাশাপাশি সমাজ সেবায়ও সক্রিয় ছিলেন। আমরা একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ও গুনি ব্যক্তিকে হারালাম।
আবদুল মতিন সরকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম ডাঃ সামাদ চৌধুরী ভবানীপুর গোরস্থান এতিমখানা ও মাদ্রাসা কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি গ্রামের অসহায় দুঃস্থ মানুষের সেবায় আমৃত্যু নিয়োজিত ছিলেন।