অধ্যক্ষ ডাঃ কামারুজ্জামান ভূঞার স্মরণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত

 বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সাবেক মহাসচিব, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ  শিক্ষক সমিতির (হোমেকশিস) সভাপতি ও নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কামারুজ্জামান ভূঞার স্মরণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) আছরের নামাজের পর বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনেট পক্ষ থেকে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের নেতৃবৃন্দসহ হোমিওপ্যাথিক চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষিরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, অধ্যক্ষ ডাঃ কামারুজ্জামান ভূঞা গত ৯ অক্টোবর (রবিবার) সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। টানা ৬ দিন লাফসাপোর্টে থাকার পর ১৪ অক্টোবর (শুক্রবার) রাত ৯ টার সময় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর।

Next Post Previous Post