আজ থকে শুরু হচ্ছে ডিএইচএমএস পরীক্ষা

 বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে আজ সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের কেন্দ্রীয় পরীক্ষা। 

বোর্ডের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিত থেকে জানা যায় তাত্ত্বিক পরীক্ষা গুলো সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১ টা পর্যন্ত।

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানাগেছে।

পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে যথাযথ ও  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। 

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষে উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহোযোগিতা ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগনের সফলতা কামনা করেন বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারি ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম। 

বিঃ দ্রঃ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তিতে যথাসময়ে কেন্দ্রসমূহে প্রেরণ করা হবে।

Next Post Previous Post