জটিল রোগের চিকিৎসা’য় হোমিওপ্যাথির বিকল্প নেই
জটিল/চিররোগের সংজ্ঞা :
যে সকল রোগ মানবদেহের অজ্ঞাতে, চির মায়াজম অর্থাৎ সোর, সিফিলিসি ও সাইকোসিস হতে উৎপন্ন রোগগুলিকেই, জটিল / চিররোগ বলা হয়।
এন্টিমায়াজমেটিক ঔষধের দ্বারা আরোগ্য করা না হলে দৈহিক-মানসিক সর্বপ্রকার যত্ন নেয়া সত্বের এরা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, ক্রমশ অবনতির পথে চলতে থাকে ও অধিকতর যন্ত্রনা দিয়ে রোগীকে আজীবন কষ্ট দেয়। কু-চিকিৎসা হতে উৎপন্ন রোগসমূহ ছাড়া এগুলি হচ্ছে মানবজাতির সর্বাপেক্ষা অধিক ও সবচাইতে বড় শত্রু।
কারণ বলিষ্ট দেহ, নিয়মনিষ্ঠ জীবন-যাপন ও জীবনীশক্তির সতেজ কার্যকারীতা এদেরকে নির্মূল করতে সক্ষম হয় না। এবং এই রোগটি জেনেটিক / বংশানুক্রমে চলতে থাকে।
কিছু চিরোরোগের নাম উল্লেখ করা হলো :
শ্বাসকষ্ট/ হাঁপানি, ডায়াবেটিস, এনিমিয়া, রিকেট, থেলাসিমিয়া, টিউমার-ক্যান্সার ইত্যাদি।
জটিল রোগসমূহ চিকিৎসায় হোমিওপ্যাথিক ব্যাবস্থা গহণ না করে অন্য কোন প্যাথিতে চিকিৎসা করলে রোগগুলো অনেকসময় সারাজীবনের জন্য মানবদেহে স্থায়ীভাবে বসে যায়।
তাই জটিল রোগ সমূহ চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহনের বিকল্প নেই।
লেখক :
ডা. এম আল মামুন
ডিএইচএমএস ঢাকা।