বগুড়ার তেকানী ইউনিয়নে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
শুক্রবার (২১ অক্টোবর) "মানবতা জাগ্রত হোক" সংগঠনের তেকানী ইউনিয়ন শাখার উদ্যেগে তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মাবেজ আকন্দ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজ সেবা ও সচেতনতা মুলক এমন কাজের জন্য মানবতা জাগ্রত হোক সংগঠনের সকল সেচ্ছাসেবী সদস্যদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা করেন। সেই সাথে এমন সমাজ সেবা কাজে সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং রক্তদানে জনসচেতনতা ও সমাজিক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন।
উক্ত ক্যাম্পে বিশেষ অতিথি হিসাবে মানবতা জাগ্রত হোক সংগঠনের উপদেষ্টা মোঃ ডাঃজাকিরুল ইসলাম, তেকানী ইউপি সদস্য জনাব মোঃ আনারুল ইসলাম, প্রভাতের আলো তরুন সংঘের প্রতিষ্ঠাতা জনাব মোঃ তাকবীর খান প্রমুখ।
এসময় সংগঠনটি ছাত্র, যুবক, শ্রমিকসহ নানা পেশাজীবি প্রায় শতাধিক মানুষের মাঝে ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
সংগঠনটির ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান, সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ চলমান চালিয়ে যাচ্ছেন।