বগুড়ার সোনাতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

  হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠন রাজশাহী বিভাগীয় শাখা সার্বিক সহযোগিতায় “মানবতাজাগ্রত হোক অনলাইন ব্লাড ডোনার” সংগঠনের সাপ্তাহিক ফ্রী ব্লাড গ্রুপিং এর অংশ হিসাবে শুক্রবার (৭ অক্টোবর) বগুড়া জেলার সোনাতলা পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডে ফ্রী ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।   

শিক্ষার্থী, যুবক ও দিনমজুরসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উক্ত ক্যাম্পে ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এমন  কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, তারা বলেন এটা নিশ্চই ভালো কাজ রক্ত গ্রুপ জানা থাকলে আমরা প্রয়োজনীয় সময়ে রক্ত দিতে পারবো। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।   
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাসেল খান। তিনি তার বক্তব্যে মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং মানুষকে নিয়ম মেনে রক্তদান করতে উৎসাহিত করেন। সেই সাথে উক্ত ক্যাম্পে সহযোগীতা করার জন্য হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠন সহ সার্বিক সহযোগীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

উক্ত ক্যাম্পটি শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করার মাধ্যমে শেষ হয়। এছাড়াও প্রোগামটিতে সহযোগীতা করেছেন প্রভাতের আলো তরুণ সংঘ নামে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। 

ফ্রী ব্লাড ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুন সংঘের প্রতিষ্ঠাতা মোঃ তাকবীর খান 'মানবতা জাগ্রত হোক" অনলাইন ব্লাড ডোনার সংগঠনের প্রতিষ্ঠতা মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ-প্রতিষ্ঠাতা মোঃতৌহিদ ইসলাম, এডমিন মোঃ আলামিন ইসলাম, নুহাস, সদস্য জয়নাল আবেদিন সহ আরো অনেকে সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত ক্যাম্পে ব্লাড গ্রুপিং এর পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে  অনাকাঙ্খিত সিজার হতে বিরত থাকা এবং বিকল্প হোমিওপ্যাথি চিকিৎসা সেবার নেওয়ার বিষয়ে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়। এবং হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনে অনাকাঙ্ক্ষিত সিজার হতে মুক্ত পাওয়ার জন্য রাজশাহী বিভাগীয় শাখায় প্রয়োজনে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা সেন্টারে সেবা নেওয়ার কথাও জানানো হয়।

Next Post Previous Post