বগুড়ার সোনাতলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত
উক্ত ক্যাম্পটি শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করার মাধ্যমে শেষ হয়। এছাড়াও প্রোগামটিতে সহযোগীতা করেছেন প্রভাতের আলো তরুণ সংঘ নামে স্থানীয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
ফ্রী ব্লাড ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রভাতের আলো তরুন সংঘের প্রতিষ্ঠাতা মোঃ তাকবীর খান 'মানবতা জাগ্রত হোক" অনলাইন ব্লাড ডোনার সংগঠনের প্রতিষ্ঠতা মোঃ আব্দুল্লাহ আল নোমান, সহ-প্রতিষ্ঠাতা মোঃতৌহিদ ইসলাম, এডমিন মোঃ আলামিন ইসলাম, নুহাস, সদস্য জয়নাল আবেদিন সহ আরো অনেকে সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত ক্যাম্পে ব্লাড গ্রুপিং এর পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে অনাকাঙ্খিত সিজার হতে বিরত থাকা এবং বিকল্প হোমিওপ্যাথি চিকিৎসা সেবার নেওয়ার বিষয়ে জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়। এবং হোমিওপ্যাথিক ছাত্র ও চিকিৎসক উন্নয়ন সংগঠনে অনাকাঙ্ক্ষিত সিজার হতে মুক্ত পাওয়ার জন্য রাজশাহী বিভাগীয় শাখায় প্রয়োজনে গর্ভবতী মায়েদের ফ্রী চিকিৎসা সেবা সেন্টারে সেবা নেওয়ার কথাও জানানো হয়।